
অনেক দিন হাঁসি না, প্রাণ খোলে
ঠিক মনে নেই আজ, কতো দিন
কতো মাস, কতো বছর, কত যুগ পেরিয়ে
এভাবেই ভেসে আছি, হাঁসি হীন জীবনে, ।
কেউ আমায় নিয়ে যাবে, কাঁশ বনে
শরতের হাঁসি মাখা প্রকৃতির কাছে
তোমার হাত ধরে, কাঁশ ফুলের শুভ্রতায়
মৃদু বাতাসে মন মাতাবো, কোমলতায়
নির্মল হাঁসিতে ছুঁয়ে যাবো, কাঁশ ফুলের চিবুক
উষ্ণ ছোঁয়ায় জেগে উঠবে, অনুভূতির শিহরণ
হেঁসে উঠবে মনের অলি গলি, মধুরতায়
আকাশের নীলে, শরতের ভেসে যাওয়া মেঘে
মন হারাবো, কাঁশ ফুলের পাটি মেলে ।
কেউ আমায় নিয়ে যাবে, কাঁশ বনে
শরতের হাঁসি মাখা প্রকৃতির কাছে ।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৩/০৯/১৯
ঢাকা
১৯টি মন্তব্য
রেজওয়ানা কবির
অনেক দিন হাঁসি না, প্রাণ খোলে
ঠিক মনে নেই আজ, কতো দিন
কতো মাস, কতো বছর, কত যুগ পেরিয়ে
এভাবেই ভেসে আছি, হাঁসি হীন জীবনে,
কেউ আমায় নিয়ে যাবে সেই যায়গায় যেখানে আমি প্রান খুলে হাসতে পারি,
যেখানে আমি আমার প্রিয় মানুষটাকে ভালোবাসতে পারি।
কামরুল ইসলাম
সুন্দর মন্তব্য করেছেন,
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
আলমগীর সরকার লিটন
সোনেলার শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই কবি দা
কামরুল ইসলাম
জন্মদিনের শুভেচ্ছা ও
অনেক শুভ কামনা ভাই
সুরাইয়া পারভীন
অনেক দিন হাঁসি না, প্রাণ খোলে
ঠিক মনে নেই আজ, কতো দিন
কতো মাস, কতো বছর, কত যুগ পেরিয়ে
এভাবেই ভেসে আছি, হাঁসি হীন জীবনে,
আহা! জীবন, এই তো জীবন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
সোনেলার জন্ম দিনের শুভেচ্ছা
ফয়জুল মহী
বাহ্ চমৎকার !
অফুরান ভালোবাসা ও অন্তহীন শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
মোঃ মজিবর রহমান
কবির ইচ্ছা পুরণ করতে কেউ এগিয়ে আস ভাই। কবির বুকের হাহাকার মিটাও ।
মোঃ মজিবর রহমান
অন্যমনে নিবেন না কামরুল ভাই। কাব্য মুগ্ধ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অন্য মনে নেওয়ার উপায় নাই
মোঃ মজিবর রহমান
আরো সুন্দর সুন্দর লিখা চাই কামরুল ভাই।
সামশুল মাওলা হৃদয়
অনেক দিন হাঁসি না, প্রাণ খোলে
ঠিক মনে নেই আজ, কতো দিন
কতো মাস, কতো বছর, কত যুগ পেরিয়ে
এভাবেই ভেসে আছি, হাঁসি হীন জীবনে, ।
দীর্ঘ একটা সময় আমাদের কে একা অনেকটা পথ পাড়ি দিতে হয়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
হালিম নজরুল
কাশফুলের মত হেসে উঠুক আপনার জীবন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
দারুন কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
হাসি, কাশ এই বানানগুলো ঠিক করুন