
ইশ্ মেয়েটা আমার কত শুকিয়ে গেছে!
কোথায় মা? আমি তো এমনই , আটান্ন।
চোখের নিচে কালি জমেছে, রাতে ঘুমোসনি?
ওই অফিসের কাজ ছিল বলেই এমন লাগছে।
গাল দুটোও কেমন বসা বসা লাগছে;
আগে তো এতটা ছিলনা।
তুমি তো জানোই, ওটা বিউটিনেস
সুন্দরীদের গাল বসাই হয়।
আমি কত কষ্টে পেপসির বোতলে ফুঁ দিয়ে দিয়ে,
বুদবুদ তুলে শুকালাম; আর তুমি বলছ বসা।
গলার হাঁড়ও বেরিয়ে গেছে সুঁচালো হয়ে, সেটা?
ও ওতো বিউটিবোন, সকাল সন্ধে যোগব্যায়ামে হয়।
পাগুলোও কেমন চিকন লাগছে!
হাসালে মা, মেয়েদের চিকন পা, সৌন্দর্য।
তবুও আমার যেন কেমন লাগছে
খাওয়া দাওয়া ঠিক মত করিস,
অফিসে টিফিন ছাড়া যাসনে, নিজে বানিয়ে নিস মা
দুপুরে না খেলে এসিডিটি হয়।
ঘনঘন কফি খাবিনা কালো হয়ে যাবি, ক্ষুধামন্দা হবে।
রাত জেগে একদম কাজ করবি না, না ঘুমোলে আয়ু কমে।
আর ওসব ডায়েট- ফায়েট বাদ দে, মেয়েরা মোটাতেই সুন্দর।
রাতে মুরগির পাতলা ঝোলে ভাত মেখে খাবি;
তুইতো আবার হাতে তুলে ভালো খেতেও পারিসনা।
আমার সোনামা, আমি ঠিকই আছি
তুমিও তোমার খেয়াল রেখ, ওষুধ ঠিকমত খেও
বেশি চা একদম খাবেনা, রাত তিনটেয় কেউ চা খায়?
এইতো আর; ছুটি পেলেই আসব তোমার কাছে।
তোমার দেয়া কপালের চুমু ভীষন মিস্ করছি
একেবারে শোধ দিও কিন্তু?
আমার বাচ্চা আয় তারাতারি।
রাখলাম মা, বাই।
মা সেই সব বুঝতেই পারছ
কতবার বলেছি এত তারা কেন?
বিয়েটা কি খুব জরুরি ছিল?
তাও একজন ভুল মানুষের সাথে।
ভালো ছেলে ভালো ছেলে বলে মাথায় তুলে
একটু ভাবতেও দিলেনা, বোঝা হয়ে গেছিলাম তোমার।
এখন কাঁদছ, আমিও কাঁদব ঠিক যতদিন পারি
যেদিন পারবনা চলে আসব তোমার কাছে
আমার জন্য জায়গা রেখ!
১৬টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
মা ও মেয়ের দারুণ কথোপকথন তুলে ধরে ছেন একান্ত অনুভূতিতে।
শুভকামনা রইল নিত্য
রোকসানা খন্দকার রুকু
প্রথম মন্তব্যের জন্য একরাশ কৃতজ্ঞতা।
ভালো থাকবেন ভাইয়া।🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
মা-মেয়ের চমৎকার কথোপকথন আপু।মায়েরা এমন করেই সন্তানের খোঁজ খবর নেয়। দারুন লিখেছেন আপু। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা
রোকসানা খন্দকার রুকু
অনেক ধন্যবাদ দিদিভাই।
শুভ কামনা রইলো।😍😍
জিসান শা ইকরাম
একমাত্র মা ই এমন ভাবে দেখতে পারেন সব, বুঝতে পারেন।
সন্তানের জন্য এমন শ্নেহ মাখা কথা একমাত্র মা ই বলতে পারেন।
মা মেয়ের কথোপকথন ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।🌹🌹
ফয়জুল মহী
খুব সুন্দর লিখেছেন আপু
শুভ কামনা রইল।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।🌹🌹
তৌহিদ
আপ্লুত হলাম আপু। মায়ের ভালোবাসা তুলনাহীন। মা হীন সন্তানই জানেন মা হাড়ানোর বেদনা। তাই যাদের মা বেঁচে আছেন তাকে আমৃত্যু আদর যত্নে রাখতে হবে।
মা ই একমাত্র সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে পারেন। শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্যও শুভকামনা রইলো।🌹🌹
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ করেছেন কবি আপু অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।🌹🌹
খাদিজাতুল কুবরা
মায়ের শ্বাসত রুপ।
আমার মা ও দিনরাত বকে খাওয়া দাওয়া নিয়ে।
জানিনা মা হারিয়ে গেলে কেমন করে বাঁচব।
মা মেয়ের আবেগঘন কথোপকথন খুব ভালো লেগেছে।
শুভকামনা জানবেন
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা আপনার জন্যও।
ভালো থাকবেন।❤️❤️
আরজু মুক্তা
মা সবসময় এমন। আমরাও মা হয়ে এমনি করি।
সার্বজনীন।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু।
শুভ কামনা।❤️❤️