কৃষ্ণপক্ষ

মনিরুজ্জামান অনিক ২১ মার্চ ২০২১, রবিবার, ১১:১৬:৫৫অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

 

নিশ্চুপে শুনে যাই জমে থাকা ঘামের আর্তনাদ, 

কি করবো আমি?

আমি যে ডুবিয়েছি মিঠা জলে, আমার দুটি হাত।

তোয়াজ করে চলি নামহীন অঙ্কিত পশুর,

থুতনি চেপে ধরি লেপ্টে পড়া বিবেকের।

শেষ রাতে শুনি বিধবার অশ্রু নূপুর।

টুপ টাপ জলে ধুয়ে যায় ষোড়শীর কালো চোখ,

অক্ষিকোটরের পিচ্ছিল রক্তাক্ত স্রোত।

আমি নিরব দর্শক।

কন্ঠনালী ঠুঁকরে খায় একটা নেশাগ্রস্ত শকুন।

মৃতের চেয়ে জীবতদের মাংস নাকি সুস্বাদু!

তার চোখে বৃক্ষের ছায়া নেই আছে হোতামার আগুন।।

দিনদিন খসে পড়ে চাঁদ, সূর্য, গ্রহ, তারা।

আমিও খসে পড়ি,খসে পড়ে আমার চিবুক।

আমিও গলে যাই, চলে যাই সময়ের নির্মম গহ্বরে।

আমাকে ফেলে দাও নেশাগ্রস্ত শকুনের ঠোঁটে।

আমি ক্ষনিকের তারা যতদিন বেঁচে ছিলাম,

বিষ বৃক্ষের তোয়াজ করেছি নিজেকে বাঁচাবো বলে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ