কুয়াশা-বর্ণলিপির ভাঁজে

ছাইরাছ হেলাল ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:১৯:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

ঘুটে-ঘুটে অন্ধকার বর্ণলিপির ভাঁজ খুলে
উঠে এসেছে বালক-সকাল, ঠাণ্ডা ঠাণ্ডা কুয়াশার
প্রীতি-আহবানে;

ভেসে যাওয়া গাঢ় ফেনার মত গায়ে গা-ঘেঁসে
লঞ্চ যাত্রীরা নেমে যাচ্ছে আবছায়া আলোতে
যে যার দূর গন্তব্যে;

মাঝি-বিহীন ট্রলার গুলো গলাগলি করে
ভিড় করে আছে ঘাটে, অপেক্ষা অজানা গন্তব্যের,
ট্রলার-শরীরে প্রতি লোমকূপে জমে আছে
ফোঁটা ফোঁটা ঠাণ্ডা জল, অবিরত কুয়াশায়।

জোড়া কপোত কপোতী হাল্কা থেকে গভীর খুনসুটিতে
খুব-ই ব্যস্ত, একটু আড়াল মত জায়গা জুড়ে;

খেলনা-ক্যামেরা চোখ পাকিয়ে বসে আছে,
ঝুলে থাকা কুয়াশা থেকে যদি খানিকটা খেয়ে ফেলা যায়
স্মৃতির উত্তেজনা সমেত, সুন্দর অক্ষম নিষ্ফলতায়।

দিগন্তের গা-ঘেঁষে রক্ত-স্থিরতায়
উপুড় হয়ে শুয়ে/লেপ্টে থাকা সূর্যি-মামা দেখে,
কুয়াশা পালিয়ে গেল নিমিষে!

ছবি......নিজ।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ