কুরবানীঃ

শামীম চৌধুরী ২৭ জুলাই ২০২০, সোমবার, ০৫:৩২:৩২অপরাহ্ন ছড়া ২৪ মন্তব্য

সামনে কোরবানী
গরীবের হক
চামড়া-গোস্ত নিয়ে
হবে তেলেসমাতী।

এবছর কোরবানী
দেবো না-রে ভাই
দিচ্ছে সবাই
করোনার দোহাই।

হাট বসবে সীমিত
গরু রবে পর্যাপ্ত
মাদ্রাসা সব অপেক্ষায়
খোরাক মিটাবে চামড়ায়।

গেলো বার
মিললো না
চামড়ার দাম
ঠকলো যারা
তারা কারা?

ভাববার সময়
হয়না কারো
বড় লোক বলে
সিন্দুক ভরো।

মরবে গরীব
মরবে মিসকীন
ভেসে যাক সব
লিল্লাহ বোর্ডিং

চামড়ার টাকায়
পড়ে মাদ্রাসায়
মুখস্ত রাখে
পবিত্র কোরআন
দ্বীনি শিক্ষায়।

গরীবের হক
মারিস নারে ভাই
দিসনে আর
করোনার দোহাই।

বড় লোকের ভয়
আল্লাহরে নয়
তাদের ভয়
যদি করোনা হয়।

গরীবের হক
মেটাতে হবে
পশু কোরবানীর
ওয়াজিব আদায়ে।

ভাল থাকুক
এতিম সন্তানে
চলুক মাদ্রাসা
দান-খয়রাতে।

কোরবানী নয়
অবুঝ পশুকে
দাও কোরবানী
নিজের মনুষত্বকে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ