যারা আমায় কাঁদিয়েছিল,
তারা সবাই কেঁদেছিল একদিন।
যারা আমায় ছেড়ে গিয়েছিল,
তারা সবাই ফিরে এসেছিল-
ফিরি পেতে চেয়েছিল আমায়!

কিন্তু আমি সমরেশ মজুমদারের-
সেই বয়ে আসা নদী,
ছেড়ে যাওয়া ঘাটে যাকে আর-
কেউ কখনো ফিরিয়ে নিয়ে যেতে পারেনি।

তবে তুমি!
তোমার বেলায় এর ব্যতিক্রম কেন?
কেন শত সহস্র উপেক্ষার পরেও-
বার বার তোমাতেই ফিরে আসি?
এটা জেনেও যে তুমি মনে রাখোনি।

তোমার বেলায় কেন হতে পারিনি-
অহংকারী হৃদয়হীনা পাষাণী?
জোরদার আন্দোলন করেও কেন তোমায়-
মস্তিষ্ক থেকে অপসারণ করতে পারিনি?

কী এমন ব্যতিক্রম আছে তোমার?
যে নিজেকে দেওয়া নিজের প্রতিশ্রুতি-
ভুলে গিয়ে ছুটে আসি তোমার কাছে।
এটা জেনেও যে অবজ্ঞা ছাড়া আর-
কিছুই দেবে না তুমি।

জাদু টোনায় বিশ্বাসী নই আমি,
তাবিজ কবজে তাই বশ করা যায় না আমায়।
ভালোবাসার মায়ায় বর্শীকরণ করো যদি,
তবে আগে তোমারই বশীভূত হবার কথা।
কারণ আমার চেয়ে বেশি ভালো-
তুমি কখনোই বাসোনি।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ