কি হবে

আলমগীর সরকার লিটন ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১০:৫৪:২৪পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

চোখের দেখা- দেখে কি হবে-
মনের দেখা- দেখলে না ভব সংসারে;
শেষ বেলাতে বিবেক কেঁদে, কি হবে-
শিক্ষার আগুন নিভে গেলো দ্বিগুণ-
তবুও ভয় পেলে না শুধু মরণে, চোখের
মায়া অন্ধ দূর- বহুদূর

ধর্মগুরু অন্ধসুরু আসল চিনবে কি ভাবে?
যখন আবেগ এসেছে শেষ বেলায়- তখন
চোখের দেখা দেখে কি হবে- অন্তর দিয়ে
দেখলে না- ভালমন্দ বুঝলে না- চোখের মায়া
অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য-
এখন মরনে ভয় পেয়ে কি হবে

২০ মাঘ ১৪২৬, ০৩ ফেব্রুয়ারি ২১

------------------------------------

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ