
কি দোষ করেছিলাম আমি,
কি ই বা ভুল ছিল আমার?
কেন তুমি এভাবে এলে,
আর কেনই বা চলে গেলে?
এমন একটি সময় ছিল,
যখন তুমি আমাকে বলতে,
নিজের থেকেও অনেক বেশি ভালোবাসো।
কোথায় তোমার সেই ভালবাসা?
তবে কি তুমি আজ তোমার নামটিও ভুলে গেছো যে,
আমাকে তুমি এক মিনিটের জন্যও,
মনে করতে পার না,
বুঝিয়ে দিতে পার না,তুমি আমাকে ভুলে যাও নি
আজ ও ভালোবাসো।
তুমি আমাকে এ ভাবে ভুলে যাবে
সেটা আগে কেন বল নি?
আর ভুলেই যদি যাবে
তবে কেন এসেছিলে আমার জীবনে?
কেউ কাউকে খুন করলে, তোমরা বিচার চাও
খুনির ফাঁসি হোক।
কিন্তু আজ তুমি যা করছ
তার শাস্তি কি হওয়া উচিৎ?
খুনি তো কাউকে খুন করেছে একবার
আর তুমি আমাকে খুন করছ
প্রতি মুহূর্তে শত শত বার।
------সীমা সারমিন------
১৭-০৯-২০১৩ ইং... সন্ধা ৭.৩০
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শাস্তি চাই দিতে হবে ,
খুনির বিচার চাই ।
আপনি নির্দোষ কিন্তু যার অস্তিত্ব নেই এমন কিছুতে বিশ্বাস রাখা ঠিক নয় ।
আমার স্বপ্ন ও মনের কথা
দুক্ষিত বুঝতে পারলাম না, কিসের উপর বিশ্বাস রাখা ঠিক নয়?
ছাইরাছ হেলাল
ভালোবাসায় আমার বিশ্বাস নেই ।
আমার স্বপ্ন ও মনের কথা
অনেক ভেবেও আপনার কথার উপর কোন উত্তর খুঁজে পেলাম না। ;?
জিসান শা ইকরাম
সহজ সরল কবিতায় অনেক ভালোলাগা ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপনাকে………এটাই ভালবাসা।।
আমার মন
কি যেন নাই,
তুমি নাই
অনুভুতিরাও নাই
ভাল লাগা গুলো নাই। 🙁
তবে এটা ভাল লাগছে হতাশা থাকলেও 🙂 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
তাতো অবশ্যই। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ যে।
নীহারিকা
খুনি তো কাউকে খুন করেছে একবার
আর তুমি আমাকে খুন করছ
প্রতি মুহূর্তে শত শত বার।
……………অসাধারণ লেখা। খুব ভালো লাগলো।
আমার স্বপ্ন ও মনের কথা
কাউকে জীবনের থেকে বেশি ভালবাসলে এমনটিই হয়…………।।
খসড়া
নিজের দোষ খুঁজে বের করতে না পারলে জীবনে আর সুখি হওয়া হবে না।
আমার স্বপ্ন ও মনের কথা
পারছিনা বলেই তো প্রশ্ন করছি…।।সবাই সবকিছু পারে না…। ।কেউ তা দেখিয়ে দিলে শুধরানো সহজ হয়।
কৃন্তনিকা
মনভাঙ্গা কবিতা পরে মনটা ভেঙ্গে গেলো… 🙁
আমার স্বপ্ন ও মনের কথা
আমি অনেক দুক্ষিত আপনার মন ভেঙ্গে দেওয়ার জন্য।