কি দেব শিরোনাম

হালিমা আক্তার ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৭:৫৭:৪০অপরাহ্ন শোক বার্তা ১৯ মন্তব্য

আমার কলম চলছেনা। মাগরিবের পর চা খেয়ে মোবাইল হাতে নিতেই একটি দুঃসংবাদ। মাথায় বজ্রপাত পড়লো মনে হয়। আমাদের প্রিয় আরজু মুক্তা আপু আর নেই।  বিশ্বাস হচ্ছিল না। এ কোনো ভুল সংবাদ নয় তো। বারবার নোটিফিকেশন দেখছিলাম। আল্লাহ এ সংবাদ যেন ভুল হয়। না , হলো না। মৃত্যুর উপরে কারো হাত নেই। মৃত্যু বলে কয়ে আসে না। তবু কাছের মানুষের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে বড্ড কষ্ট হয়। জীবন বহমান। কষ্টকে বুকে ধারণ করেই চলতে হয়। অনেক কথা লেখার ইচ্ছা ছিল। কিন্তু আজ আর হাতের কলম চলছে না। পরবর্তীতে আরজু আপাকে নিয়ে লেখার ইচ্ছা রইল। আল্লাহ আরজু মুক্তা আপাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর পরিবারকে শোক বহন করার শক্তি দান করুন।

৪১৮জন ৩০০জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ