
ভালবাসার বিশ্বাস হারিয়ে-
ভালবাসা পাওয়া যায়-
মধ্যবিত্ত আর বিত্তশালীর মাঝে
কি সুখে থাকা যায়?
তাহলে বল কতটা সুখে আছো !
বটবৃক্ষ ছায়ার মতো
আমি জানি ভালবাসাকে অপমান করলে
ভাল থাকা যায় না!
তবুও মাঝে মধ্যে অবক্ষয় প্রশ্ন
ভেসে যায় নীলাকাশে-
অবোঝ মনটাকে বুঝাতে পারি না,
পানির মতো সত্যটাকে;
সে ভালবাসা চিনতেও পারে না
ভালবাসা দিতেও জানে না
বিত্তশালী মনোভব- মধ্যবিত্তের
সুখটা কি আর বুঝবে?
৩০ আশ্বিন ১৪২৬, ১৫ অক্টোবর ২০
—————————————
১২টি মন্তব্য
উর্বশী
বিত্তশালীর মনোভাব নিয়ে যারা আছেন,তারা কখনো ই মধ্যবিত্তদের সুখটা বুঝতে পারবেনা।সেই ক্ষমতাই তাদের নেই। অন্যদিকে ক্ষমতার দম্ভ থাকতে পারে তাতে সন্দেহ নেই।
সুন্দর প্রকাশ করেছেন।
আবার আসছি কমেন্টে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি উর্বশী আপু
চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
ফয়জুল মহী
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
আরজু মুক্তা
মনোভাব, অবুঝ বানান ঠিক করেন।
কবিতা ভালো লেগেছে। আকাশ সমান পার্থক্য, কেউ বোঝে না
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু কোন বানান ভুল হয়েছে দেখাননি
চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
সুপর্ণা ফাল্গুনী
মধ্যবিত্ত আর বিত্তশালীদের ফারাক যোজন যোজন দূরত্বের । মধ্যবিত্তের কথা কেউ ভাবে না তো বুঝবে কিভাবে তাদের অধিকার সম্পর্কে? ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
সামশুল মাওলা হৃদয়
মধ্যবিত্তদের স্বপ্ন, স্বপ্নই থেকে যায়।তবু ও জীবন সাথে জীবনে সংযোগ না ঘটলে এভাবে মনে অনেক প্রশ্ন থাকে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হৃদয় দা
চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
তৌহিদ
সুখে কে আছে! নিজেরাই জানিনা। তবে যেভাবে আছি আলহামদুলিল্লাহ।
আপনিও ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–