শেষ চুমুক

সুরাইয়া পারভীন ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০২:৫৫:১৯অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

কফির কাপে শেষ চুমুক দেবার-
আগেই থেমে যায় আমার ওষ্ঠদ্বয়।
মনে পড়ে যায় শেষ চুমুকের অপেক্ষায়,
রয়েছে কোনো এক মাতাল প্রেমিক।
প্রেয়সীর ফেলে রাখা অবশিষ্ট কফি,
চেটেপুটে খাবে কোনো এক তৃষ্ণার্ত প্রেমিক।
জানি না অবশিষ্ট কফির নেশায় নাকি-
কাপের গায়ে লেগে থাকা প্রেয়সীর ওষ্ঠের ছোঁয়ায়!
কিসের মাদকতায় আসক্ত সে প্রেমিক?
উন্মত্ত প্রেমিকের অধীর আগ্রহে এই অপেক্ষা কিসের তরে?
প্রিয়তমার লালা মিশ্রিত চুম্বনের-
ননতা স্বাদের তীব্রতায় উন্মাদনা সৃষ্টির প্রয়াসে,
নাকি এঁটো কফি পানে প্রিয়তমার মায়ায় জড়িয়ে যেতে চিরতরে?

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ