তেত্রিশ বছর কেটে গেল , কেউ কথা রাখেনি
থামেন এখন সুনীল বাবু , লজ্জা হয়না এমন দুর্বলতা প্রকাশ করতে  ?তেত্রিশ কেন তেত্রিশ হাজার বছরেও আপনার কথা কেউ রাখবে না । আর আমারটা শুনেন দাদা , আমার কথা ১৬ বছর থেকেই রাখা শুরু করেছে সবাই।
কথা বলা জানতে হয়রে পাগল ।

তোমার চোখ এত লাল কেন ?
দেখেন গুন বাবু , এই কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি ? আমার চোখ লাল , নীল , সবুজ , হলুদ যা খুশি আমি করবো , আপনার সমস্যা কি ? নাকি ভেবেছেন আমি গাজা খেয়েছি ? বাংলা মদ ? আপনি আপনার চোখ লাল বানাতে পারেন না ? বানান , আমার কোন সমস্যা নেই , আমি জিজ্ঞেস করবো না আপনাকে , কেন চোখ লাল ।

আশা ছিলওও ভালোবাসা ছিলওওও 
ঐ কিশোর কুমার , নিজে ছ্যাকা খেয়ে রাস্তায় রাস্তায় এই গান  গেয়ে মানুষকে জানাতে লজ্জা করে না ? বাথরুমে গাবেন এরপর থেকে ।

আমার বাড়ীর সামনে দিয়া রঙ্গ কইর‍্যা হাইট্টা যায় , ফাইট্যা যায়
মমতাজ ছি ছি ছি , একটা মেয়ের কাছে এভাবে হেড়ে গেলে ? দড়ি কেনারও পয়সা নাই ? কিনে ঝুলে পরো ।

সে যে কেন এলোনা , কিছু ভালো লাগেনা , এবার আসুক তাঁরে আমি মজা দেখাবো
বাসায় জানে ?

বড় সাধ জাগে একবার তোমায় দেখি ......... কতদিন দেখিনি তোমায়
আশ্চর্য আপনি আমাকে এসব শুনাচ্ছেন কেন ? যাকে দেখতে ইচ্ছে হয় তাঁকে বলুন না , সবাইকে দেখতে ইচ্ছে করা ভালো নয় আপু , লোকে মন্দ বলবে ।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ