কিছু কথন

প্রদীপ চক্রবর্তী ১২ জুন ২০১৯, বুধবার, ০৫:১২:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

কিছু কথা ইটের দেওয়ালে ঠেকে থাকে।
কিছু শ্রম পলেস্তার নিচে চাপা পড়ে থাকে।
কিছু স্মৃতি ঘামের সাথে মিশে যায়।
কিছু ভালোবাসা শ্রমিকের উদারতার সাথে মলিন হয়ে যায়।
কিছু আত্মবিশ্বাস মনের মিলনের সাথে শিউলি ফুলের মতো ঝরে পড়ে।
কিছু্ সেন্হ, অনুভূতি, বিশ্বাস, ভালোবাসা কংক্রিটের মতো ভংগুর হয়ে পড়ে।
কিছু প্রেম দুজনের মনের মিলন হতে সৃষ্টি হয়।
কিছু বন্ধুত্ব ত্রিভুজের তিনটি রেখা হতে সৃষ্টি হয়।
কিছু চাওয়া কিংবা পাওয়া নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে।
কিছু অধিকার কর্মের উপর নির্ভর করে।

কিছু জীবনী অন্যকে দিতে হলে নিবেদন করতে হয়।
কিছু জীবনী সংগ্রহ করতে হলে আবেদন করতে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ