কিছুই লিখছি-না আজ

ছাইরাছ হেলাল ২৮ জুন ২০২০, রবিবার, ০৬:৩৭:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

ভাবি লিখব, অনেক করে, অনেক কিছুই লিখব,
লেখা হয়না কিছুই, এই যেমন লিখছি-না, এখন কিছুই।
উল্লসিত সম্পর্ক-টম্পর্কগুলো প্রেত ছায়ার মত টানে,
টেনে টেনে হঠাৎ ছিড়ে/ফেলে দিয়ে কেটে পড়ে, হুট-হাট করে,
খণ্ড-বিখণ্ডতা নিয়ে কিছুই লেখা হয় না;

নিশি ডাকা নির্বস্ত্র শ্মশান ডাইনি সটান দাঁড়িয়ে থাকে
ব্রতচারীর মত, সামান্য অলক্ষ্য নিয়ে;
আদিম শানাই-সুর ভেসে আসে দৃশ্য-দৃশ্যান্তর থেকে,
এখন কিছু লিখতে ইচ্ছে করে না;

জলঝরা/জলভরা মেঘ-বৃষ্টি তাজা আগ্নেয়গিরি মুশল ধরে
লাভা-স্রোত ঢেলে গর্জে ওঠে সেই আদিম হাওয়ার সাথে;
আজ আর কিছুই লিখবো-না,
শুধুই হেরে যাব ক্রমাগত বৃষ্টিদের হিসহিস ফোঁসফোঁস শব্দের কাছে।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ