কালো প্রজাপতি//

বন্যা লিপি ৩০ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১২:০৬:১৯পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

নিমজ্জিত অতল থেকে উঠে আসা কোনো দুঃখবোধ.....
অযাচিত খুঁড়ে চলে সবুজ ঊর্বর মনভূমি। যাপনীয় যন্ত্রনার বোবা কান্না গুমরে কাঁদে আহত বাতাস ভেদ করে।
কবিতারা হঠাৎ পঙ্গুত্বে পরিচিত হয়।
হয় দিকহীন পথের শাখা প্রশাখা।
পথের মোড় বদলে যায় আচমকা।
আচমকাই দেখা মেলে বিভাজনীয়
পথের দিক। অক্ষরের হাহাকার কাঁদায় ধুলোমলিন সাদা পৃষ্ঠা।
নিছক স্মৃতীর ভয়াবহতা আটকে পড়ে
চাপা দীর্ঘশ্বাসে।

কাব্যের ঘর শতরঞ্চির ছককাটা...
সাদা কালো হাতিঘোড়ার চাল।
দূরের বাতিঘরে জ্বলে নেভে সবুজ আলো।
নিভু নিভু আলোর পথিক খোঁজে গহীনের ঠিকানা।
কালো প্রজাপতি রঙভুলে চলে রঙ্গনের বনে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ