
নিমজ্জিত অতল থেকে উঠে আসা কোনো দুঃখবোধ…..
অযাচিত খুঁড়ে চলে সবুজ ঊর্বর মনভূমি। যাপনীয় যন্ত্রনার বোবা কান্না গুমরে কাঁদে আহত বাতাস ভেদ করে।
কবিতারা হঠাৎ পঙ্গুত্বে পরিচিত হয়।
হয় দিকহীন পথের শাখা প্রশাখা।
পথের মোড় বদলে যায় আচমকা।
আচমকাই দেখা মেলে বিভাজনীয়
পথের দিক। অক্ষরের হাহাকার কাঁদায় ধুলোমলিন সাদা পৃষ্ঠা।
নিছক স্মৃতীর ভয়াবহতা আটকে পড়ে
চাপা দীর্ঘশ্বাসে।
কাব্যের ঘর শতরঞ্চির ছককাটা…
সাদা কালো হাতিঘোড়ার চাল।
দূরের বাতিঘরে জ্বলে নেভে সবুজ আলো।
নিভু নিভু আলোর পথিক খোঁজে গহীনের ঠিকানা।
কালো প্রজাপতি রঙভুলে চলে রঙ্গনের বনে।
২৫টি মন্তব্য
শাহরিন
আপু ২/৩ বার পড়লাম। আমার মেধার একটু ঘাটতি আছে, কিছুই বুঝলাম না।
বন্যা লিপি
২/৩ বার কষ্ট করে পড়েছেন জেনেই কষ্ট হচ্ছে আমার মনভূমিতে। দুঃখবোধ জাগলো অতল গভির থেকে।দুঃখ গুলো এখন দীর্ঘশ্বাস নিচ্ছে আহত বাতাসের গায়ে।
কেউ লেখা বুঝবেনা বলেই তো লিখি!
সেও যে আমার মেধার ঘাটতি।কি দুঃসাহস আমার বলুনতো!!
শাহরিন
আপু এটা আমার অপরাগতা, মোটেই কষ্ট নিবেন না। লেখাপড়ায় ফাকিবাজির ফল আরকি।
নিতাই বাবু
আমার বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাচ্ছি। শুভেচ্ছা জানবেন, শ্রদ্ধেয় দিদি।
বন্যা লিপি
বাহ্ দাদা, আপনি আমার মন ভালো করে দিলেন। আপনার প্রতি সহস্র কৃতজ্ঞতা, শুভেচ্ছা রইলো।
প্রদীপ চক্রবর্তী
ফুলের সৌন্দর্য প্রজাপতিকে নিয়ে।
সাগরে নোনা বৃদ্ধি ফেলে তাহার স্রোত বেড়ে যায়।
কবিতা কখনো নিজে পঙ্গুত্ব হয় না কবিরা কবিতাকে পঙ্গুত্ব করে।
শতরঞ্চির ছককাটা ঘরে
স্পর্শতার নির্যাস পরশ আসে কবিতার অব্যক্ত কথনে।
ভালো কবিতা।
লেখা অনেক গভীরে!!
বন্যা লিপি
প্রদীপ, এখানে “কবিতায় পঙ্গুত্বে পরিচিতি “বলতে বুঝিয়েছি…..কবির জীবনে প্রেম এনেছিলো কবিতা লেখার উৎসাহ।প্রেমিক হারালো বলে কবিতা লেখায় এসেছে পঙ্গুত্ব।
প্রজাপতি রঙে সেজে ওঠে যে মন প্রেমিকার। তা হারায় কেবল প্রেমহীনতায়।।
আপনার বিশ্লেষণ ধর্মী মন্তব্য আমার লেখার অনুপ্রেরনা।
অনেক শুভেচ্ছা।
চাটিগাঁ থেকে বাহার
কী মন্তব্য করবো বুঝতে পারছি না। তবু ইচ্ছা হলো মন্তব্য করি। কিছু কিছু কবিতা যদি কবিরা মন্তব্যে এসে হলেও ভাব-সম্প্রসারণ করে দিতেন তাহলে অনেক পাঠকের জন্য অনেক সুখের হতো। যে কোন লিখায় নিশ্চয় কোন গুঢ় রহস্য থাকে যা লেখকই সবচেয়ে ভালো জানেন। কারণ কবিদের কল্পনা শক্তি পাঠকের চেয়ে শতগুণ দ্রুতগতি সম্পন্ন। আমার কিছু কবিতা আছে যেগুলো আমি যেভাবে বুঝবো সেভাবে পাঠক বুঝবে না। কারণ কবিতায় উপমা ব্যবহার করতে অনেক সময় তীর্যক শব্দ ব্যবহার করা হয়। যা হোক আপনাকে অনেক ধন্যবাদ।
বন্যা লিপি
লেখক নিজের ভাবনার জগত থেকেই যা লেখার লেখেন। পাঠকের পড়তে কতটুকু ভালো লাগলো সেটুকুই পাঠক বুঝবেন। গুঢ় ভাবনার কিনার ক’জন আর সঠিকভাবে ধরতে পারেন বা পারবে বলুন?
আপনার মন্তব্য পাবার পরই যেটা কখসো করবো বলে ভাবিনি, আজ তাই করলাম।
আশা করি আপনার বুঝতে সহজ হবে।
শুভেচ্ছা জানবেন
ভালো থাকবেন।
বন্যা লিপি
এমন করে আমাকে লিখতে হবে! আমি ভাবিনি। তবু লিখছি, লিখছি বলতে ব্যাখ্যা দিচ্ছি নিজের লেখার।
আমি খুবই সাধারন, খুবই সাধারন মানের লেখক। আমার লেখার উৎস যাপিত জীবনের দেখা, উপলব্ধি করা, অনুভব থেকে বোঝা।
যে কারো সাথে পরিচয়ের পরে যখন তকঁকে বুঝে যাই,…… সাথে সাথে হয়তো শব্দে সাজাই কিছু পঙ্তি। সেটাকে কেউ কেউ কবিতা বললেও বলতে পারেন। যদি তাঁদের কবিতার মতো করে পড়তে, দেখতে ইচ্ছে করে।
কেউ হয়তো আমাকে বললো….. (সে যে কেউ বন্ধু,আত্মীয় স্বজন,) আমি একরোখা,আমব স্বেচ্ছাচারি, আমি ভীষণ জেদি,,। আমি তৎক্ষনাত তাঁর ভাষ্য মোতাবেক লিখে ফেলি “”একজন অরন্যের কবি”শিরোনাম দিয়ে।
কেউ দুঃখ শেয়ার করলো আমার সাথে তো, আমি সেটা নিয়েও লিখে ফেলি কিছু শব্দমালা। আমার নিজস্ব কল্পনা শক্তি খুবই দুর্বল।
এই লেখাটায় ফুটিয়ে তুলেছি একজন ব্যার্থ প্রেমিককার কাব্য।
হঠাৎ করেই ছেড়ে চলে গেছে প্রেমিকাকে ছেড়ে। কখনো হয়তো কথা দিয়েছিলো কোনোদিন যাবেনা ছেড়ে। তবুও সময়ের বাতাস আহত করে দিয়ে উড়িয়ে নিয়ে গেছে তাঁকে সাদা কালো শতরঞ্চির দাবার চালের ঘরে। এখানে পরে রইলো শুধুই রঙহীন কালো প্রজাপতি বিবর্ণ রঙের বনে।। পথ নাকি মানুষের একটাই। শুধু শাখা প্রশাখা চলতে থাকে জীবনের বাঁকে। পথের মোড় ঘুরিয়ে নিয়েছে পথিক এখানে। সে পথিক আর কেউ নয়, স্বয়ং প্রেমিক নিজে। আশা করি এরপর মন্তব্যে আর কারো অসুবিধা হবেনা।
চাটিগাঁ থেকে বাহার
হ্যাঁ, এখন অনেকটা বোধ গম্য হচ্ছে। অনেকে সঠিক উপলদ্ধি করতে না পেরে মন্তব্য না করে ফিরে যায় নিড়ে। পাঠ্য বইয়ের কবিতায়ও কিন্তু মর্মকথা লিখা লিখা থাকে!
আপনাকে অনেক ধন্যবাদ, সরল ব্যাখ্যা দেবার জন্য।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসায় যদি মন প্রজাপতি হতে পারে, তাহলে অপ্রাপ্তিতে রঙ হারাতেও পারে। কবিতার পঙ্গুত্ব বরণ করে নেয়া কি আদৌ হয়ে উঠে!! কবিতারা নিজেই খুঁজে নেয় নিজের শব্দ-মালা।
এতো গভীরে প্রবেশ করে কেমন করে লেখো? আমায় শেখাবে?
বন্যা লিপি
তোমাকে নিয়ে ভাবনা নেই আমার। তুমি উদ্ধার করেই ফেলো যথার্থ ভাবার্থ।
তোমাকে শেখাবার মতো যোগ্যতা অর্জন করে নেই আগে,তারপর শেখাবো।
আপাতত তোমার জন্য ভালবাসা রইলো💕💕
শিরিন হক
নিভু নিভু আলোয় পথিক খোঁজে গহীনের ঠিকানা। পথীক তবুও চলে অবিরাম…
বন্যা লিপি
ভালবাসা তোমাকে মিতা। 💜💜💜
আরজু মুক্তা
কালো প্রজাপতি প্রতীক। জীবন রহস্যের প্রতীক
বন্যা লিপি
একদম যথার্থ। শুভেচ্ছা শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
চরম গভির ব্যাদনা থেকেই হ্রিদয়ের মরম ব্যাথআই ভাবাই আবার তৈরি কিছি জন্ম।
বন্যা লিপি
অসংখ্য শুভেচ্ছা শুভ কামনা জানবেন ভাই।
মোঃ মজিবর রহমান
❤💛
মনির হোসেন মমি
জীবন কখনো কারোর অপেক্ষায় থেমে থাকে না।পরিবেশ পরিস্থিতিতে জীবনের পট পরিবর্তন হয়।খুব ভাল লেখেন আপনি। প্রতিটি লেখাই আপনার ভাবের গভীরতা লক্ষ্য করছি। ভাল আপু ।এমনি করে আমাদের উৎসাহ দিয়ে যাবেন।
বন্যা লিপি
জীবন কারো জন্যই থেমে থাকেনা,তবে স্থবিরতাও সহজে কাটেনা ভাই।
শুভ কামনা শুভেচ্ছা জানবেন।
হিমু ভাই
ভালো লাগলো আপামনি । আমি কবিতা পড়তে ভালবাসি । হয়তো তেমন গভীরভাবে কিছু বুঝতে পারিনি । তবে লিখার ভাষাগুলো পড়ে মনে হলো, আপনি খুব গভীরে চিন্তা করে লিখার ক্ষমতা রাখেন😊👌
বন্যা লিপি
বিস্তারিত ব্যাখ্যা করার পরও বুঝতে কষ্ট হলো? সে আমার অসীম ব্যার্থতা। আপনি কবিতা পড়তে ভালবাসেন জেনে ভালো লাগলো। শুভ কামনা হিমু ভাই।
বিঃদ্রঃ হিমু ভাই নামটা ইউনিক।
হিমু ভাই
ধন্যবাদ 😊