কালা যাদু

মেহেরী তাজ ৫ এপ্রিল ২০১৯, শুক্রবার, ০৩:০৬:৪৪অপরাহ্ন রম্য ৪৪ মন্তব্য

এই ঘটনার শুরু বুধবার সন্ধ্যায়। সোনেলা ব্লগে আয়নায় বসা নির্বাচিত ব্লগার এর পোষ্ট কে কেন্দ্র করে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম নতুন পোষ্টের। কিন্তু সেখানে একজন দরাজ গলায় জানান দিলেন বিচার যাই হোক তাল গাছ তার। মানে পোষ্ট যারই হোক, যে ধরনেরই হোক প্রথম মন্তব্যকারী  হবেন তিনিই। মনে মনে খটকাটা লাগলো তখনই। তিনি এতো আত্মবিশ্বাসী  কিভাবে? ডালের মধ্যে নিশ্চয়ই কালোজিরা আছে। তাও ভয়ে ভয়ে বলেই ফেললাম "দেখা যাক"। কারন তখন আমি মনে মনে হিসাব করা শুরু করলাম। আমার জানা মতে আমাদের মোট ব্লগার কয়েক হাজার। তার মধ্যে নিয়মিত ব্লগার প্রায় ১০০+ । এর পরেও  উনি ফার্স্ট হবেন কিভাবে ? এবার অন্য কেউ হোক । আমি কিংবা অন্যকেউ, কিন্তু তিনি নয়।  সেই "দেখা যাক" কে সফল করতে আমি বুধবার রাতে আগেই ঘুমিয়ে গেলাম। বৃহস্পতিবার দিনে টানা ৩ ঘন্টা ঘুমালাম। উদ্দেশ্য একটাই প্রথম মন্তব্য করা।

কিন্তু ততক্ষনে আমি কালো যাদুর শিকার হয়েছি নিজেও বুঝিনি। তা না হলে দিনে কেউ ৩ ঘন্টা ঘুমায়?
এই ঘুমের প্রভাব বাড়তে থাকলো । রাত যতো গভীর হয় আমার ঘুম ততই বাড়ে। টম এন্ড জেরীর টম আর মিস্টার বিনের মত কত চেষ্টা  করলাম, না ঘুমিয়ে থাকতে। প্রথম মন্তব্য করতেই হবে। কিন্তু একি! আমার চোখ যে বার বার বন্ধ হয়ে আসে।

আমি ফোন চাপি, বই পড়ি, গল্প করি, খেতে বসি, বারান্দায় হাঁটি। কোন কিছুতে কাজ হলো না, আমি ঘুমিয়ে গেলাম।

এগুলা কিসের আলামত? অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। কারন মানুষ ম্যাজিক ছাড়া কিভাবে সব সময় ফার্স্ট হয়?
ম্যাজিক করে ফার্স্ট হয়ে আবার কিসের পুরষ্কার?

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ