কার কাটা পা ?

শুন্য শুন্যালয় ২৮ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:৪৭:১০পূর্বাহ্ন রম্য ১৭ মন্তব্য

হোস্টেলে তিন সিনিয়ার আপুর সাথে এক রুমে থাকতাম... একটা আপু ছিলো বেজায় ধার্মিক এবং বেজায় সাহসী 🙂

আপু এক বিকেলে তার বয়ফ্রেন্ড এর সাথে দেখা করে আসার পর থেকে চুপচাপ... মধ্যরাতে সবে মাত্র এক সুপুরুষ আমার স্বপ্নের মধ্যে উঁকিঝুঁকি দিয়েছে , অমনি লম্ফ দিয়ে বিছানায় উঠে বসলাম ... আপুর সে কি চিৎকার... কান্নাকাটি করছে আর আমাদের সবার পা চেক করছে ... আমরা সবাই বেকুব... তার চিৎকার আর কান্নাকাটিতে হোস্টেল সুপার দুই ম্যাডাম পর্যন্ত এসে হাজির ...

ঘটনাটি তার বয়ফ্রেন্ড মারফত সে আজ শুনে এসেছে... সরেজমিনে জানা গেলো, আমাদের অই শহরের আরেক লেডিস হোস্টেলে নাকি আগের রাতে এই ঘটনা ঘটেছে... এক মেয়ে টয়লেট এর ফ্লাশ দেয়া মাত্র পানির সাথে মানুষের এক কাটা পা উঠে এসেছে... মেয়েটি ভয় পেয়ে রুমমেট কে জানালো... রুমমেট বললো, তাই? কাটা পা, দেখতো আমার এই কাটা পা নাকি? বলে সে পাজামা একটু উঁচু করা মাত্র দেখা গেলো তার একটি পা নেই ...

এই হচ্ছে ঘটনা ... এখন আমার রুমমেট সবার পা চেক করছে...

এর পরের মাস দুএক আমার জন্য খুব কস্টের ছিল, কোন সুপুরুষ ই আর রাগ করে আমার স্বপ্নের মধ্যে আসেনি... কারন আমার আপু এরপর থেকে মধ্য রাতে বাথরুমে যাবার সময় আমাকে ঠেলে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতো 🙁

আপনাদের সবার দুইটা করে পা আছে তো ? :p

সত্যি বলতে কি হোস্টেল খালি হয়ে গেলে কিংবা অনেক রাতে আমারও কিন্তু কিছুদিন কেমন কেমন যেনো লেগেছে 🙂

আমাদের কার বাড়ির টয়লেটে ফ্লাশ আছে ? সাবধান, কাটা পা একটা উঠে আসলেও আসতে পারে 😉

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ