
কেউ কথা রাখেনি;
কথা রাখেনি শরতের নীল আকাশ,
বলেছিল শুভ্রমেঘ হয়ে কেবল আমিই থাকবো-
উড়বো খেলবো হাসবো তার বুক জুড়ে!
অথচ তার বুকে এখন-
অজস্র কালো মেঘের আনাগোনা।
কেউ কথা রাখেনি;
কথা রাখেনি ফাল্গুনের দখিনা বাতাস,
বলেছিল মাতাল হাওয়ায়-
ভেসে নিয়ে যাবে সমস্ত কষ্ট দুঃখ হতাশা যন্ত্রণা,
অথচ সুযোগ বুঝে করে গেলো আমার সর্বনাশ!
কেউ কথা রাখেনি;
কথা রাখেনি বসন্তের কোকিল,
বলেছিল মিষ্টি মধুর গান শুনিয়ে-
ক্লান্ত দুপুরে ক্লান্তি গুলো মুছে দেবে সুরের মূর্ছনায়!
অথচ তার বিরহী সুর আমায় উদাস করে রেখে যায়!
কেউ কথা রাখেনি
কথা রাখেনি শিমুল পলাশ কৃষ্ণচূড়া
বলেছিল রক্তিম আভা ছড়িয়ে-
রঙিন করে তুলবে আমার রঙহীন ফ্যাকাসে পৃথিবী!
অথচ তাদের রক্তাক্ত রঙের স্পর্শে ক্ষত-বিক্ষত করে গেছে আমার হৃদয় ভূমি!
কেউ কথা রাখেনি;কেউ কথা রাখে না
তাহলে আমি কেনো তোমাকে দেওয়া কথা রাখতে-
রঙিন পৃথিবী ছেড়ে,
আলোর হাতছানি উপেক্ষা করে,
অন্ধকার বাসিনী হয়ে,
আঁধারকে সঙ্গী করে,
তোমার আসার পথ চেয়ে,
একটু একটু করে নিঃশেষ করে দেবো নিজেকে?
নিজেকে নিঃশেষ করবো কারণ-
কারণ আমি তোমাকে ভালোবাসি,
ভীষণ ভালোবাসি শুভ্রনীল!
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কথা না রাখার নামি ত প্রেমময়
অনেক শুভেচ্ছা রইল কবি আপু——
সুরাইয়া পারভীন
জ্বী ভালো বলেছেন
ধন্যবাদ অশেষ
ফয়জুল মহী
অনুপম ভাবে অনন্যসাধারণ
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন, চমৎকার লিখেছেন আপু। কেউ কথা রাখেনা। তাহলে আমিও কেন রাখবো ! এটাতো আমার ও কথা। অবিরাম শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আমি কথা রাখবো কারণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
কথা না রাখার আর্ট সবাই শিখতে পারে না,
শিখলেও কাজে লাগাতে পারে না। কেউ কেউ পারে।
সুরাইয়া পারভীন
শিখতে হবে
নয়তো কপালে খুব দুঃখ আছে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
তেত্রিশ বছর কেটে গেলো কেউ কথা রাখেনি।
আমিই বা কেনো রাখবো?
ভালো লাগলো। শুভকামনা
সুরাইয়া পারভীন
আমি কথা রাখবো কারণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
শুভ্রনীল বড়ই ভাগ্যবান
এক পক্ষীয় প্রেমে হয় না কাতর
বিরহ বেদনায় হয় না পাথর !
ভাল লাগলো আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
সেটা মানতেই হবে দাদা…হা হাহাহা
আমি কথা রাখবো কারণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নিতাই বাবু
নিজেকে নিজে নিঃশেষ করে দিলেও কেউ হয়তো কথা রাখবে না, কেউ ভালোর মত ভালোবাসবেও না। কারণ, ঐযে কবি কামিনী রায় লিখেছিলেন, “আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী ‘পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।”
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন দাদা
তবে আমি কথা রাখবো কারণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়ভাই