কামনার উর্ধ্বে

ফাহাদ মিয়া ৩১ মার্চ ২০২১, বুধবার, ০২:৫৪:৪৭অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে দ্বিধার প্রাচীর ভাঙ্গতে চেয়েছি-তা কেবল আমাদের দুরত্ব জানে।

 

তোমাকে ভালোবাসতে গিয়ে যে নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি,

 

তোমার উঠোনে রোদ্দুর এনে দিতে গিয়ে সব আলো নিবে গিয়েছে আমার আঙ্গিনায়!

 

তোমাতে হারিয়েছি বারংবার, সহস্রবার!

অবশেষে আমি তোমাতেই নিখোঁজ!

 

তোমাতে ঘৃণা করতে গিয়ে আমি নিজেকেই ঘৃণা করতে বসেছি,ঘৃণার অনলে পুড়তে পুড়তে আমি ছারখার হচ্ছি রোজ।

 

নিষিদ্ধ প্রেমে,বিষাক্ত চুম্বন ঠোঁটে মেখে,

নিষিদ্ধ যাত্রায় অন্তিম পথযাত্রায় আমি পথভ্রষ্ট অবাধ্য প্রেমিকের ন্যায় ঘুরে বেড়াই শহরের অলি গলিতে।

 

বিষাক্ত চুম্বনে তোমার ঘন নিঃশ্বাস প্রচন্ড উত্তপ্ত হয়ে আমার বুকে লাগার পরেই বুঝেছি,

আগুনে আর কতটুকু পুড়ে,যতটা না তোমাতে পুড়েছি।

 

তোমার হাত ছুঁয়েই বুঝেছিলাম, কামনার চেয়ে যে প্রেম অধিক শ্রেয়।

 

তোমার চুলের গন্ধ,হাতে শোভা পাওয়া কাঁচের চুড়ি,

আর গায়ে জড়ানো নীল শাড়ির প্রেমে পড়ে বুঝেছি,

কামনার উর্ধ্বে আরো অনেক কিছুতে তৃপ্তি পাওয়া যায়।

 

আমি তোমাতে হারিয়ে বুঝেছি,

প্রেমিকার শরীরের ভাঁজে প্রেম খোঁজার চেয়ে, প্রেমিকার হাসি মুখটা দেখতে পারার মাঝে যে এক পৃথিবীর সুখ মিশে আছে।

 

~ফাহাদ

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ