
যদি তুমি চোখের পাতায় রং মেখে দাঁড়িয়ে থাকো শেষ প্রান্তরে,
পাড়ি দিবো সাত সমুদ্র আমি প্রথম প্রহরে ।
যেখানে নেই কোনো হারানোর ভয়,
সেখানে কেনো থাকবে অমৃত সংশয় ?
তুমি সেই কাব্যের রং মেখেছ চাঁদের পাড়ে,
শতজনের দৃষ্টি থাকে সেদিকে, সংশয় যেন মন না কাড়ে ।
দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার চুল,
আমাকে আটকে রেখো, যেন না করি কোন ভুল ।
পালে সেই খোলা হাওয়া লাগিয়ে যাবো আমি কাব্যের ধারে,
নয়তো চাঁদের পাড়ে,
চুপ করে থেকো তুমি, দেখো নয়ন ভরে ।
Thumbnails managed by ThumbPress
১৫টি মন্তব্য
আরজু মুক্তা
ভালো লাগলো।
আসলেই সৌন্দর্য চুপ করে দেখতে হয়।
হারানোর বানানটা ঠিক করুন।
শুভকামনা!
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ ম্যাডাম,,, ভুল ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
প্রদীপ চক্রবর্তী
পালে সেই খোলা হাওয়া লাগিয়ে যাবো আমি কাব্যের ধারে,
নয়তো চাঁদের পাড়ে,
চুপ করে থেকো তুমি, দেখো নয়ন ভরে ।
.
দারুণ কাব্যকথন।
শুভকামনা অহর্নিশ।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
নিতাই বাবু
মনোমুগ্ধকর পরিবেশনায় আমি সত্যি মুগ্ধ!
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ স্যার
মনির হোসেন মমি
যদি তুমি চোখের পাতায় রং মেখে দাঁড়িয়ে থাকো শেষ প্রান্তরে,
পাড়ি দিবো সাত সমুদ্র আমি প্রথম প্রহরে ।
বাব্বাহ্ এমন প্রবল প্রতিজ্ঞা মনে বিরাজমান থাকলে প্রেম না জমে পারেই না।খুব ভাল হয়েছে।
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ স্যার
সাবিনা ইয়াসমিন
যেখানে হারানোর ভয় নেই, সেখানে সংশয় বেমানান।
ভালো লাগলো ,ছোট লেখায় ভালোবাসা ব্যাপক আকারে প্রকাশিত হয়েছে।
শুভ কামনা 🌹🌹
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ ম্যাডাম
তৌহিদ
কবিতা ভালো হয়েছে। কিন্তু ছবিতে ইংরেজি ভাষার ব্যবহার দৃষ্টিকটু লাগছে আমার কাছে। বাঙালী কবিকে কি অপ্রয়োজনে ইংরেজী মাধ্যম ব্যবহার করা মানায়?
সোনেলা ব্লগ প্রয়োজন ছাড়া ইংরেজি ভাষার ব্যবহার নিরুৎসাহিত করে ভাই।
শুভকামনা জানবেন।
মোস্তাফিজুর খাঁন
ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার । আমি জীবনে প্রথমবার ব্লগে এসেছি,,, এবং লিখছি । আপনারা ভুল ধরিয়ে দিয়ে শিখিয়ে দিবেন,,, এবং ছোট ছোট ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ
তৌহিদ
আপনি আমাদের পরিবারের সদস্য ভাই। এখানে আমরা সবাই একে অন্যের শুভাকাঙ্ক্ষী। আমার নিজেরি অনেক সময় অনেক ভূলত্রুটি হয়। ব্যাপারনা।
পাশেই আছি আমরা আপনার। আমাকে ভাই বলবেন প্লিজ।
শামীম চৌধুরী
দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার চুল,
আমাকে আটকে রেখো, যেন না করি কোন ভুল ।
কোন ভাবেই ভুল করা যাবে না।
মোস্তাফিজুর খাঁন
জ্বি স্যার,,, আমি ছোট মানুষ, ভুল করার আগে আটকে দিবেন । ধন্যবাদ ☺