কাফনে মোড়ানো স্মৃতির ঘানি

সালাহউদ্দিন সালমান ৫ সেপ্টেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:৫২:৪৭অপরাহ্ন কবিতা, গল্প, সাহিত্য ৪ মন্তব্য

কাফনে মোড়ানো স্মৃতির ঘানি

এই ফাটা,এই খোঁচ,এই চিড়
কোনদিনই আর জোড়া লাগবেনা
ফিরে যাও ছলোছলো চোখে
অযথা কেঁদোনা বুক ভেঙনা
দয়ার ভালোবাসায়;
করুণার কামলীলায় বুকের বামপাঁজরে
আর আঘাত দিওনা,রক্তের শাখা প্রশাখায়
হৃদয়ত্বের মূল থেকে উপড়ে ফেলেছি
ভালবাসার সুতো দিয়ে গাঁথাতো দূর
তোমার ঘৃণার চাবকও আমাকে আর
ফেরাতে পারবেনা আমাতে!
আমি আর আমার ধূসর বন্ধ্যা অন্ধকার
আকাশের চাপা কান্না মেঘের আবছায়া
কুয়াশার দীর্ঘশ্বাস,বৃষ্টির গোঙানি
দীর্ঘ রাতের ঘুমহীন ব্যর্থ রজনী
বিশাল দিনের শেষহীন শূণ্যতা আর আমি,
দায়িত্বহীন আড়ষ্ট জীবনের আড়ালে
হাড়হীন বেঁচে থাকার মিছিলে
রুদ্ধশ্বাস টেনে যাচ্ছি;কাফনে মোড়ানো
তোমার স্মৃতির ঘানি!
https://m.facebook.com/poet.salman

0 Shares

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ