কান্না

সুরাইয়া পারভীন ২৮ অক্টোবর ২০১৯, সোমবার, ১১:২৯:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

কান্না

কেঁদে আমি খুব কেঁদেছি
আমি এতো কেঁদেছি এতো কেঁদেছি যে চোখের জলটুকু শুকিয়ে সেখানে উতপ্ত শুষ্ক মরুভূমি সৃষ্টি হয়েছে। আচ্ছা আমি কেনো কেঁদেছি, কার জন্য কেঁদেছি, কিসের জন্য কেঁদেছি?
এতো কান্নার হেতু কি?কান্নায় কি আড়াল করতে চেয়েছি,কাকে মুছতে চেয়েছি?কেউ কি জানো সে উত্তর?

নারীরা কি এমনই হয়?
ছলনাকে ভালোবাসা ভাবে আর তথাকথিত ভালোবাসার জন্য যুগ যুগ ধরে কাঁদে?

কফির কাপ হাতে বারান্দায় বসে ছিলো পুষ্প।আজ পুষ্পের ভাবনায় হারানো অতীতের উদয় হয়েছে।পুষ্প আজও যাকে ভালোবাসে,যার জন্য খুব গোপনে সবার চোখ এড়িয়ে কাঁদে সে কি মনে রেখেছে পুষ্পকে?বাদল তুমি কি ভুলে গেছো আমাকে,তোমার মনে কোথাও কি আমি নেই,তোমারও কি কষ্ট হয় আমার জন্য?

মনের মধ্যে অজস্র প্রশ্নের আনাগোনা কিন্তু কোনো উত্তর জানা নেই পুষ্পের।
কফির কাপ পাশের টেবিলে রেখে দাঁড়িয়ে পড়ে পুষ্প।বারান্দার রেলিং এ হাত রেখে আকাশের দিকে এক দৃষ্টি তে তাকিয়ে থাকে পুষ্প। খোলা আকাশের দিকে তাকিয়েই নিঃশব্দে কাঁদতে থাকে পুষ্প। অঝর ধারায় ঝরছে অশ্রু বিন্দু। কিছুতেই যেনো বাদ মানতে চাইছে না

ঝড় বইছে প্রচন্ড ঝড়!না বাইরে নয়,একজন নারীর ভেতরে প্রচন্ড ঝড় বইছে।এ ঝড়ের দাপটে ভেঙ্গেচুরে চুরমার হচ্ছে হৃদয় নামক বস্তুটির। দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছে পুষ্পের সমস্ত মন।

বাদল আজ কেমন আছে, কতদূরে আছে? আমার বাদল!বলতে গিয়েই থেমে গেলো পুষ্প।নিজেকে ধিক্কার দিয়ে বলে ওঠে তোমার বাদল!হাহাহাহাহা
বাদল তোমার কেউ না, কিচ্ছু না,কেউ ছিলো না তোমার, কিচ্ছু ছিলো না তোমার

অকারণ তুমি এতোদিন তাকে হৃদয়ে লালন করেছো,ভালোবেসেছো
বাদল যদি কোনো কালে তোমার হতো,পারতো! তোমায় এতো কাঁদাতে?
পারতো ভুলে থাকতে তোমায়!একবারও কি খোঁজ নিতো না তোমার,জানতে চাইতো না কেমন আছো তুমি?
এখনো কেনো কাঁদছো তুমি বাদল নামক একটি বিষাক্ত মায়ার জন্য?
অনেক তো হলো থামো এবার আর কেঁদো না

হায় নারী!তুমি এমন কেনো,কেনো তোমার হৃদয়ে এতো মায়া মমতায় ভরিয়ে দিয়েছে?শুধু কি কাঁদবে বলেই তুমি নারী?

তারই জন্য সারাজীবন কাদঁবে তুমি! যে তোমার কেউ ছিলো না,কোথাও ছিলো না?সে তো বেশ আছে তোমায় ভুলে অন্য কারো সাথে,তবে তুমি কেনো কাঁদো তার জন্য?
ভুলে যাও তাকে, মুছে ফেলো মন থেকে,উপরে ফেলো স্বমূলে
ভুলে যাও ভুলে যাও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ