কান্না আছে হরেক রকম
দেখতে যদি চাও
কান্না শুনে হাসি পাবে
একটু খানি ফাও।
ঝিয়ে কাঁদে মায়ের ধরে
বিয়ে হবার কালে
মাছে কাঁদে বেজায় কাঁদন
পানি হারা হলে।
খোকা কাঁদে স্কুলেতে
না যাবার তরে,
ছোট শিশু কাঁদে শুধু
মায়ের আঁচল ধরে।
কিছু কিছু লোক আছে
ছিচ কাঁদুনে বলে
কোন কারণ ছাড়াই তারা
ভাসে চোখের জলে।
নতুন বউয়ে কাঁদে বসে
বাথ রুমে গিয়ে
অভাগীরা কাঁদে বসে
অনেক দুঃখ পেয়ে।
খুশির খবর পেলেও কাঁদে
অনেক মানুষ আছে
আমার যখন কান্না পায়
বসে কাঁদি গাছে।
কেহ কাঁদে লজ্জা পেলে
গিয়ে আড়ালে,
বসন্ত আসিলে কাঁদে
কোকিল আগডালে।
ছেলে মরা মায়ে কাঁদে
হাউমাউ করে,
কেহ কাঁদে আস্তে আর
কেহ কাঁদে জোড়ে।
কাঁদিতে কাঁদিতে কেহ
ফিট হয়ে যায়,
কিছু লোকের কান্না দেখে
শুধুই হাসি পায়।
Thumbnails managed by ThumbPress
১৭টি মন্তব্য
ব্লগার সজীব
ভালো লেগেছে। ভাইয়া সম্ভবত এটি কোথাও লিখে কপি করে এখানে পেষ্ট করেছেন। কপি করে পেষ্ট করার পূর্বে উপরে দেখুন দৃশ্যমান /টেক্সট লেখা আছে, টেক্সট এ ক্লিক করে এরপর পেষ্ট করুন। এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ করুন।
আবু খায়ের আনিছ
সজিব ভাই এর মন্তব্য এর প্রতি দৃষ্টি দান করুন লেখক।
শুভ্র রফিক
রাজিব ভাই আসলে আমি লেখা ব্লগে ছাড়তে পারছি না।একটা নতুন লেখা ছাড়তে হলে কোন কোন ধাপ অতিক্রম করতে হয়,যদি কষ্ট করে সচিত্র দেখিয়ে দিতেন।তাহলে খুব খুশি হতাম।অনেক ধন্যবাদ ভাই।
ব্লগার সজীব
আমি রাজিব না সজীব। আমরা আসলে ঘেটে দেখি কম। পোষ্ট দিয়েই চলে যাই অনেকে। ফেইসবুক টা খুব ঘেটে দেখি, ব্লগ না। আপনার কথা ভেবে কেউ হয়ত পোষ্ট দিবেন 🙂
ইলিয়াস মাসুদ
ভাই হাসা তো ঠিকই ছিল আবার কাঁন্না কেন
তাও আবার ফাও কাঁন্না ?
কবিতা খুব ভাল হয়েছে, ভাল থাকুন
অরুনি মায়া
আপনি গাছে উঠে কাঁদেন কেন? বাড়ি ঘর নাই নাকি 😮 | এত কানলে তো চোখের জল শুকিয়ে মরুভূমি হয়ে যাবে |
না বাবা আমি কানতে চাইনা | শেষে গাছ থেকে পড়ে পাত পা ভেঙে পড়ে থাকতে হবে :p
শুভ্র রফিক
আমরা প্রতিনিয়ত পড়ছি আপা।অশেষ ধন্যবাদ।
অপার্থিব
আপনি ছড়া ভাল লেখেন। চালিয়ে যান।
শুভ্র রফিক
দোয়া করবেন ভাই।ধন্যবাদ সতত
জিসান শা ইকরাম
ভালোই লিখেছেন।
শুভ্র রফিক
ধন্যবাদ ইকরাম ভাই।ভাল থাকুন সতত
খসড়া
আনন্দের কান্না বড় মধুর।
শুভ্র রফিক
হ্যা ভাই।ধন্যবাদ অশেষ।
মোঃ মজিবর রহমান
হাসা কানা দুই মিলে ছড়া।
ভাল।
শুভ্র রফিক
হাসি কান্না যে জীবনের সাথে এক হয়ে মিশে গেছে।ধন্যবাদ অশেষ।
নীলাঞ্জনা নীলা
কান্না কাকে বলে! চোখের জল বয়ে গেলে?
কান্না-কাটি করা ভালো না।
শুভ্র রফিক
আবেগ দ্বারা তাড়িত চোখের জলের নাম কান্না।ধন্যবাদ অশেষ।