কান্না

শুভ্র রফিক ২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ০১:০৫:২৯পূর্বাহ্ন কবিতা, বিবিধ ১৭ মন্তব্য

কান্না আছে হরেক রকম

দেখতে যদি চাও

কান্না শুনে হাসি পাবে

একটু খানি ফাও।

ঝিয়ে কাঁদে মায়ের ধরে

বিয়ে হবার কালে

মাছে কাঁদে বেজায় কাঁদন

পানি হারা হলে।

খোকা কাঁদে স্কুলেতে

না যাবার তরে,

ছোট শিশু কাঁদে শুধু

মায়ের আঁচল ধরে।

কিছু কিছু লোক আছে

ছিচ কাঁদুনে বলে

কোন কারণ ছাড়াই তারা

ভাসে চোখের জলে।

নতুন বউয়ে কাঁদে বসে

বাথ রুমে গিয়ে

অভাগীরা কাঁদে বসে

অনেক দুঃখ পেয়ে।

খুশির খবর পেলেও কাঁদে

অনেক মানুষ আছে

আমার যখন কান্না পায়

বসে কাঁদি গাছে।

কেহ কাঁদে লজ্জা পেলে

গিয়ে আড়ালে,

বসন্ত আসিলে কাঁদে

কোকিল আগডালে।

ছেলে মরা মায়ে কাঁদে

হাউমাউ করে,

কেহ কাঁদে আস্তে আর

কেহ কাঁদে জোড়ে।

কাঁদিতে কাঁদিতে কেহ

ফিট হয়ে যায়,

কিছু লোকের কান্না দেখে

শুধুই হাসি পায়।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress