আজকের দিনটা এই কারনে বিশেষ করে মনে পড়ে,
তোমার হাতে আমার কেকটি আছে তাই!
তোমার চোখের মেটাফরমিকের চাদর সরিয়ে, আমি তোমার হাতে হাত রেখেছি! আজকে সেই .....
আমি কান্তা,
তুমি এটা জানো!
কিন্তু আজকের দিনের আমি তোমার সান্তা!
মানির কোনো প্রয়োজন নেই,প্রয়োজন বানীর!
আজকে যদি তোমার কাছে না পাই, স্ক্রীন সটে দেব!
ওয়াল স্ট্রিটে এখন ডিলিউশন,
ইভালিউশান খুব একটা হবে না!
চারিদিকে কুয়াশা,এখন শুধু তুমি আর আমি ......
@ বাড়ি
তারিখ- ২৫/১২/১২
সময়- ৮ঃ৪৪ সকাল
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালো লেগেছে খুব।
নীহারিকা
সুন্দর লেখা
প্রজন্ম ৭১
ওয়াল স্ট্রিটে এখন ডিলিউশন,
ইভালিউশান খুব একটা হবে না!
চারিদিকে কুয়াশা,এখন শুধু তুমি আর আমি …… 🙂 ভালো লিখেছেন।
লীলাবতী
খুব ভালো লেগেছে ।
শিশির কনা
ভালো লেখা ।
নীলাঞ্জনা নীলা
ভালো লেখা ।
সুরাইয়া পারভীন
ওয়াল স্ট্রিটে এখন ডিলিউশন,
ইভালিউশান খুব একটা হবে না!
চারিদিকে কুয়াশা,এখন শুধু তুমি আর আমি …… আহা দারুণ সময়।