কাটুক দু:সময় !

সুপায়ন বড়ুয়া ৮ জুন ২০২০, সোমবার, ১২:৩৯:৪৭অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

এখন করোনা কাল
আসুক ফিরে সময়, কাটুক দু:সময়।
দিন যায় মাস ভয়ে আতঙ্কে কাটে বারমাস
কখন আসে খবর কাগজের প্রথম পাতায়
অজানা ঘাতক দরজায় নাড়ে কড়া
জীবনের পাতায় দেয়না কেউ সাড়া
প্রতিবেশী আজ দেখে না চোখ তুলে
বলে না কেউ আর থাকো নির্ভয়ে
পাশে আছি আজো যদি যাও পথ ভুলে।

বন্ধু কতদিন হয় না দেখা
কাটে না সময় এক সাথে পথচলা
কথার মাঝে খুনশুটি হাসি আলাপন
যেখানে আজ ভর করে ভয়
আতঙ্কে কেটে যায় ক্ষণ
তবু ও হতো সময়ে সময়ে দূরালাপন
এখন তাও গেছ ভুলে বিষন্নতায় ছেয়ে গেছে মন।

তবু ও আশায় বাঁধি বুক
ফিরে পাবে পথ ঘটে যাওয়া জীবনের ছন্দপতন
আনন্দে উতলা হবে আমার হাসি খুশী মন
ফিরে পাবে প্রাণ, বেঘোরে হারানো জীবনের গান
পাখিরা গাইবে গান, শিল্পীরা ফিরে পাক সুরের তান।

এখন করোনা কাল, সাবধানে থাকো বন্ধু
ফিরে পাবে জীবনের সুর, তাল ও ছন্দালয়
আসুক ফিরে সময়, কাটুক যে দু:সময়।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ