কাকতাড়ুয়ার হাসি

ছাইরাছ হেলাল ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০৬:৩৩:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

 

চোরাবালির আবর্তে ডুবে যেতে চায়, ডুবে যায়,
অনূদিত মন, মানস; আঁজলা আঁজলা জলে
জ্বলে ওঠা মন, নিভে যায়, নিস্তেজ হতে হতে;
গেঁথে থাকে মৃতদেহরা হত্যাকারীর চোরাবালিতে;

জমিয়ে রাখা লেখাগুলো কাচের বয়ামে রেখে দিলে
মন্দ হয় না, ভালোবাসার জারকে ডুবিয়ে,
লাগামহীন নির্জনতার মার্জিনে;

ডুবতে থাকা স্বপ্নগুলোর কোন তারিখ থাকে না,
রাতজাগা চোখ-ও-না, শোক বই-ও-না।

স্মৃতিময় রূপকথার মত দ্বিধা ভুলে, বিরান বসত-ভূমিতে
খোঁজে, নিখোঁজের ঠিকানা, মানুষ বা দেবদূতের ছদ্মবেশে।

ভারমুক্ত শব্দগুলো আবার নিশ্চিন্ত কৃষকের হাতে,
সোনা ফলাবে আবার, হলুদের বাগানে,
ধান-দেশের কাকতাড়ুয়ারা ফিক করে হেসে ফেলবে,
ডানা ছড়িয়ে, হাওয়ায় দোল খেতে খেতে।

গান ও ছবি নেটের।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ