কাঁকনবালার হাট
***********************
ভেলা ভাসায়নি নইমুদ্দী দিনকয়।
মনের মধ্যে আকুলিবিকুলি, মনে পড়ে জোনাকিবাড়ির ঘাট।
চারিদিক শুনশান, মাটির মালশায় পান্তার সুবাস নিঃশ্বাসের সাথে ভেলার ঢেউয়ে বাতাসে ছড়ায়।
ভেলা সোজা চলে, দূরে, নজরে আসে কাঁকনবালার হাট।
হাটের মুখে জোনাকির বাড়ি, ভীষণ ছিমছাম।
মাটির ঢিবিতে চাঁপা ফোটে, সন্ধ্যামালতীও।
নিকোনো উঠোন, উঠোনে পাতিলেবু, তারপাশে নিম।
বৃক্ষের নিচে গতর জুড়ায়, হালকা আঁচল বাতাসে ওড়ায়।
উদাস চাহনি কী যেন খোঁজে ওই সুদূরে!
ভেলা ভেসে এলে চোখে হারানোর বেদনা বোঝায়।
নইমুদ্দী বোকার হদ্দ হদিস জানে না মনের
ভাবে, কী এমন হলো, গত সেদিনের সেই হাসিমুখের?
জোনাকির আলো নিভে গেছে যেন ক'দিনের অদেখায়!
এনেছিলো একআঁটি সজনে ডাঁটা জোনাকিকে দেবে বলে।
মুখ ভার দেখে সাহস হয় না, ফেরত নেবে কি তবে?
এই ভাবনায় ডুবে আছে যখন, হঠাৎ হাতটি ধরে
জোনাকি বলে, এত দেরি, কোথায় ছিলা? মনে পড়েনিকো একবারও?
তুমি বড় বাজে, ভালোবাসো না এই আমারে একটুও।
শুনে দিশাহারা নইমুদ্দী, যার এমন রূপের বাহার
সেই জোনাকি এ কী কথা বলে, স্বপ্ন নয় তো তার!
মনের গভীরে কোথাও একটা গোপন কথা এতদিন
পুষে রেখেছিলো, বলেনি, সে যে একেবারে চালচুলোহীন।
জোনাকির বাবা বেশ স্বচ্ছল, মেয়ে দেবে কেন তাকে?
জোনাকিরই বা কী দায় পড়েছে, শ্রীহীন নইমুদ্দীকে ভালোবাসে?
সব হিসেব চলে না সোজা, বেঁকে যায় মাঝে মাঝে।
তাই তো জোনাকি অচেনা ভেলায় ভাসমান নইমুদ্দীকে
ভালোবেসে ফেলে, মনে মনে সেও, স্বপ্নকে পুষে রাখে।
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
রাফি আরাফাত
বাহ বাহ। ভিন্ন রকম অপরুপ চিন্তার মিশ্রন৷ ভালো লাগলো পরে আপু। শেষটা ভিশন সুন্দর ছিলো!
ভালো থাকবেন।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
জিসান শা ইকরাম
কে কখন কাকে ভালোবেসে ফেলে তার হিসেব মিলানো কঠিন।
মানুষের মন, নিজেকে নিজেই চেনা বড় দায়।
ভালো লেগেছে লেখা,
শুভ কামনা।
রেহানা বীথি
ভালোলাগায় আপ্লুত
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা বড়োই অদ্ভুত
যোগ্যতার মাপে বিচার করা কঠিন,
যার বিরহে মুখ মলিন
তারই মনে প্রশ্নেরা খেলা করে,,,
ভালোবাসা গড়ে উঠুক কাঁকন বালার হাটে। ফুলের তোঁড়াতে নয়, ভালোবাসার লেনদেন হয়ে গেছে সজনে ডাঁটার আঁটিতে। দারুন!
শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
ভালোবাসা অনেক অনেক
ছাইরাছ হেলাল
ব্যাঁকা ব্যাঁকা হওয়া আমাদের একটু লাগেই।
বেহিসাবের হিসাব কষে।
রেহানা বীথি
ভালো থাকবেন
তৌহিদ
ভালোবাসা বড্ড আজব! কখন কাকে স্পর্শ করে বোঝা মুশকিল। তবে বিশ্বাস থাকা জরূরী। মাঝেমধ্যে বেহিসেবী হতে হলেও হতে হয়। এতেই প্রাপ্তি।
ভালো লাগলো আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই
শিরিন হক
ভালোবাসার জয় হোক।কখন একিভাবে ভালোবাসা আসে বোঝা মুশকিল। মানুষের মন বড়ো অদ্ভুত। বেহিসাবি হলে মন্দ কী এখানে হিসেব করে র কী হবে।
খুব ভালো লিখেন আপু।
রেহানা বীথি
অনেক ভালোবাসা
মনির হোসেন মমি
চমৎকার গদ্য কাব্য।খুব ভাল লাগল বিশেষ করে লেখায় উঠে চিরন্তন প্রেমের সাথে গাছগাছালি সংস্পর্শ।
রেহানা বীথি
অসংখ্য ধন্যবাদ
ইঞ্জা
মানুষের মন আর আকাশের রঙ, দুটোই বুঝা বড়ই দায়।
আপু যাস্ট awesome লিখলেন। ❤
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু।
নাজমুল হুদা
কাঁকনবালার হাটে অনুভূতির দারুণ চিত্রায়ন।
যেখানে হিসেবে কষে চলা সংকট জন্ম দেওয়া।
থাক কিছু হিসেবে বাকি কাঁকনবালার হাটে।
সুস্থ থাকুন সবসময় 😍