কষ্টগুলো কষ্টই থেকে যায়

মনির হোসেন মমি ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:৩২:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

কিছু কষ্ট থাকে
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না,শুধু
নীরবে কষ্টগুলো রসের;মতন
টিপ টিপ করে নিঃশেষ হয়!
কিছু কষ্ট থাকে
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতে দেয় না।

কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না
কষ্টের কী হেতু
লাল নীল বেগুনি কালো কুৎচ্ছিত কষ্টগুলো
সক্ষমতাকে চিবিয়ে চিবিয়ে খায়
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না।

কেউ বুঝে না কেউ বলতে পারে না
জীবন কেন এতো রহস্যময়,
কারো চোখ জল শূন্য
কারো চোখে জলের স্রোত
কেউ বুঝে না, কেউ
বলতেও পারে না।

কেউ বুঝে না কেউ খোঁজেও না
কার মনে কী ব্যাথা!
স্বপ্নগুলো চাপা পড়ে নিরাশার আধারে
সূখগুলো একটু একটু করে ঝরে পড়ে
সক্ষমতার কারবারে
কেউ বুঝে না ,কেউ
খোজেও না কী  তার হেতু।

কেউ বুঝে না, কাউকে বুঝতে দেয় না
আত্ম মর্য্যাদা মনকে কিলবিলিয়ে খায়
ভালবাসারা পালিয়ে বেড়ায়
আপণ পর হয়ে যায়,
বন্ধুত্বের কাঠগড়ায় বিবেক থমকে দাড়ায়
কেউ বুঝে না,মন
কাউকে বুঝতেও দেয় না।

আসে যদি কখনো আগুন জ্বলা  ফাগুনের লগন
দেখা হবে আবার বেলায় অবেলায়
খোঁজে নিও তখন তুমি
এ-ই বন্ধু সেই পুরনো বন্ধু তোমার
বেলা গুলোর শেষ বেলায়,
কখনো যদি অতীত হয়ে যায়।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ