কষ্টকুটুম জল

আলমগীর সরকার লিটন ১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ০৯:২০:২৩পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

অন্তবাহিরে হাত ধুবার পানি স্বচ্ছ না
সুতরাং গামছা শুকনো না থাকলে-
মুখ পরিষ্কার করে যায় না; কাপড় শুকানো
দড়ি নাই বলে- বাড়ি উলঙ্গ করে উঠান রেখেছে!
অথচ ভাবতেই লোম দুর্বল হচ্ছে,

কষ্টকুটুম জল ধারা কোন কথাই শুনছে না
হাতটা কেমন করে স্পর্শ করবে!
ভালবাসা সেতো বুঝলই না-

তাহলে মন পরিষ্কার করবে কি ভাবে
বরং এভাবেই থাকল প্রণয় সংসারে-
সংসারের প্রতিছবি আমি একে বারে দেখছি না!
শুধু ভেবে নিচ্ছি কতখানি সুখে থাক-
আসুক না হয় এ সময়ে মেঘাচ্ছন্ন কষ্টকুটুম জল।

৩১ ভাদ্র ১৪২৬, ১৫ সেপ্টেম্বর ২০
-------------------------------------

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ