কল্লোলিত বসন্ত

ছাইরাছ হেলাল ১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ০৯:৩৩:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

বিশুদ্ধ-রাগকুমারির ঝাঁক বাঁধা পায়রাবাঁজী নয়
নয় ঝাঁপা-ঝাঁপি কাঁপা-কাঁপি করে হামলে পড়া;
তবুও বসন্ত এসেছিল এই ফাগুন উৎসবে।
আধা বা পুরো পাগলের মিসকে হাসি বা চোখে ঠার ফেলে নয়।
বাসন্তী সাজ নিয়েই এসেছিল, বেঁটে-খাটো বিলাসী দুঃখ মাড়িয়ে
জীবন্ত চাঁদের ঝলমলে পোশাকাবৃত হয়ে।

অসহ্য সুন্দরের সেই হৃদয় ছোঁয়া দারুণ কেলেঙ্কারি,
ফিনকি দিয়ে ছড়িয়ে-গড়িয়ে পড়ে অনবরত অবিরত।
ভাষাহীন নিঃশব্দ-শব্দের অকস্মাৎ দোলাচলে হঠাৎ
ছিন্ন-ভিন্ন হল স্বপ্ন-নদী।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ