কল্পনার মোহে

স্বপ্নীল মেঘ ২২ মে ২০২১, শনিবার, ১১:৫৩:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

এই যে শুনছেন? হ্যা আপনাকেই বলছি শুনুন!
এখানে অন্যকেউ নেই যে!
কি হলো? কিছু বলছেন না কেনো? আমি খুব
বিরক্তিকর?
নির্লজ্জ?
বেহায়া?
মুখ ফুটে এ শব্দ গুলো আমাকে বলুন নাহয়!
ওহ! কিভাবে বলবেন তাহলে এ চিন্তায় মগ্ন তাইনা!
হুম সেটাই তো।
শিমুল ফুলের মতোন মুখ ফুটে সেদিন ই তো বললেন-

"তুমি আমার উত্তপ্ত মরুভূমির প্রশান্তির জলধারা
দুঃখ প্রহসনের রাত্তিরে নিভু নিভু প্রদীপ, চকমকে
শুকতারা।"

তাহলে আজ কেনো এতো উদাসীন?

সেই যে চলে গেছেন ফিরার চিন্তাটুকু করেছেন কখনো?

তবে ভুলে গেছেন? স্মৃতি পোড়েনা আপনাকে?

সকাল বেলা এক চায়ে আমাকে খুঁজে পান?

এলোমেলো চুলের ঝট ছাড়িয়ে বেনি করতে?

হাত ধরে একসাথে হাটতে?

রাতের আকাশে তারা গুনতে?

উফ! কিছুই বলছেন না! কিভাবে যে জুটলেন আমার
কপালে!
তবে সত্যি বলতে এখন আপনাকে শিশুর মতোন নিষ্পাপ
মনে হচ্ছে আমার!
ধৈর্যের বাহিরে দুষ্টামির পর বাচ্চারা যেভাবে আত্মসমর্পণ
করে মায়ের কাছে? ঠিক সেরকম ই আপনি।
জানেন-
নিত্যদিনের নিয়ম মাপিক বলা কথাগুলো এখন ভুলে
গেছে তাদের আবাসস্থল।
রোজকার হাওয়ায় পাঠানো চুমু গুলো ভূমিকম্প হয়ে
বুকে ধাক্কা দেয়।
এমন অবেলায় এসে আমাকে নাড়িয়ে দিয়ে কেনোই এ
পিছুটান?
আপনি আমার নন জেনেও কেনো এতো ভালোবাসা
কেনো এতো কাছাকাছি!

কি হলো চলে যাচ্ছেন?
কিছু না বলেই?
নাহয় শেষটা সুন্দর করে চলে যান!
আসুন আমার হাতটা ধরুন একটু!
দূরপাল্লার বাসের মতোন ঠিকানা-হীন
হেটে যাই...!
চলেই যাচ্ছেন তাহলে?
এতো তাড়া আপনার?
ওহ বুঝেছি! তাড়া তো থাকবেই আপনার! নিশ্চয়ই কেউ
অপেক্ষা করছে।
এতোটা নিষ্ঠুরতা নিয়ে ভাবতে পারেন আপনি?
চলে যাচ্ছেন যান তবে শেষ অনুরোধ...

"আপনার নিষ্ঠুরতার এক
আজলা ভাগ দিবেন আমায়?
উপচে পরা অযাচিত মায়াগুলোকে
বিষাদের দমকলে দুমড়ে মুচড়ে ভেঙে
ফেলতে পারি যেনো" !!

 

ছবিঃ সংগৃহীত

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ