
শ্বেত শুভ্র বলাকায় রক্তের ছোপ ছোপ দাগ,
নীলাকাশটা ভরে উঠেছে কলঙ্কের কালিমায়।
পিঙ্গলা মলয়ে দুর্গন্ধ ভেসে আসে মানব-চরিত্রের;
স্রোতস্বিনী ময়ুরাক্ষীতে ক্ষুধার্ত হাহাকারের লহরী।
নিয়নের আলোতে মুঠি মুঠি জোনাকির আত্নাহুতি;
শামুকের খোলসে বিবেক, মনুষ্যত্ব, লজ্জা আবদ্ধ।
চন্দ্রের আলোকবর্তিকায় লাশ-পোড়া ধ্রুম্রকুণ্ডলী ।
ফুল বাগিচায় বিষাক্ত সাপের ফোঁস ফোঁস, হাঁসফাঁস-
সময়ের পেন্ডুলামে দুলছে জীবনবোধের কষাঘাত।
চিরচেনা সম্পর্ক গুলো স্বার্থের চাদরে নিদ্রায়িত;
বেখেয়ালি ঝিনুক ফুটেছে বালুকাবেলায় অনন্তকাল।
কুজ্ঝটিকায় নেশার আতঙ্ক ছড়িয়ে পড়েছে অগোচরে,
অনন্তলতা জড়িয়ে আছে কুহেলিকার মুক্তো-আবেশে;
আজানুলম্বিত রজনীর দীর্ঘশ্বাস দু’চোখে বাসর রচে।
বিভোরতায় ছুঁয়ে যায় বেদনার কালো মেঘের পালক।
ছবি-গুগল
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অজানুলম্বিত কুহক রাত্রির পাল্লায় পড়লে আর রক্ষা রবে না,
বিভোরতা ফুঁ হয়ে উড়ে মিলিয়ে যাবে দূরাকাশে।
অন্ধকারস্তূপ অভেদ্য রাত্রি শেষে
উৎসুক অলিখিত-কবিতা-প্রাণ
খোঁজে গন্তব্য আদি সরোবরে;
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্য, মতামত সর্বদাই আনন্দিত করে, নিজের লেখা নিয়ে আরো ভাবনার খোরাক দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দিদি অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। নিয়মিত পাশে থাকার জন্য কৃতজ্ঞ। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিম নজরুল
“শামুকের খোলসে বিবেক, মনুষ্যত্ব, লজ্জা আবদ্ধ।
চন্দ্রের আলোকবর্তিকায় লাশ-পোড়া ধ্রুম্রকুণ্ডলী ।”
————সভ্যতার সংকট নিয়ে চমৎকার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার এমন মন্তব্যে সত্যিই আবেগী হয়ে যাই। খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
বিভোরতায় ছুঁয়ে যায় বেদনার কালো মেঘের পালক।
সত্যিই তাই।
মেঘের আড়ালে বেদনার রঙ লুকায়িত।
খুবি ভালো লাগলো,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
মন্দের মাঝে বাস তাই এতো হাঁসফাঁস
জীবন ঘুর্নায়ন চলত চলবেই থাকনা যত বাঁধা।
তাই গুণী জন কয় বেহুশের ছন্দে দুঃখের পর সুখ! আছে কী ?
জানিনা ভাবিওনা।
শুধুই ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
দুঃখের পর সুখ! আমিও ভাবতে পারিনা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
ভআল থাকুন নিরন্তর।
শামীম চৌধুরী
শ্বেত শুভ্র বলাকায় ছোপ ছোপ দাগ মানেই স্পষ্ট। এ দাগ লুকানোর কোন সুযোগ নেই।
অসাধারন কবিতা দিদিভাই।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ এ দাগ দৃশ্যমান তাই লুকানোর চেষ্টা বৃথা। সুন্দর মন্তব্যে অফুরন্ত ভালোলাগা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
মেঘের অনেক রঙের মাঝে আমাদের কালো রংটাই চোখে পরে বেশি। সভ্যতার বিষাদে হৃদয় বিবর্ণ।
খোলসের ভিতরে বন্দি।
দারুণ বললেন কাব্যিক উপায়ে
সুপর্ণা ফাল্গুনী
কালো রং টাই চোখে পড়ে কারণ ওটা বিষাদের ছায়া । অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
জিসান শা ইকরাম
বর্তমান সময়টি এমনই ছোট দি।
সুন্দর কবিতা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা ভাই। বর্তমান সময়টা আসলেই এমন । চারিপাশে প্রতিনিয়ত যা ঘটছে তাতে স্বাভাবিক থাকাটা কঠিন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
প্রতিটি জিনিষেরই সাদা পিঠের বিপরীতে কালো পিঠ থাকবেই। আদি অন্তকাল থেকে যারা যে পিঠে অবস্থান নিয়েছে তারা ততটুকুই পানিতে ভিজেছে।
চমৎকার লিখেছেন দিদিভাই। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্য, মতামত সর্বদাই আনন্দ দেয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
কঠিন বাস্তবতা। সময় সবসময় এমনই, চিরচেনা জিনিস অচেনা।
সব ধরাছোঁয়ার বাইরে। খোলসের আবরণে আবৃত, অব্যক্ত হাঁসফাঁস। কিছুই করার নেই।
খুব সুন্দর কবিতা দিদিভাই।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম