কর্মতেই সুখ খুঁজেছি,মিটিয়েছি আহার।

পুড়ছে শরীর ঝরছে ঘাম
নিত্য নতুন কাজে,
শরীর বলেই কথা....
শরীর তো ওই পুড়া মাটি
গন্ধ নিয়ে বাঁচা!
শরীর বলে, তুমি সকাল হতে বিকেল ভুলাও
লাজ ভুলিয়ে চলতে শিখাও,
ভাগ্য নদীর ঘাটে!
ভাগ্য তোমার রোজ পুড়াবার.....
নতুন কোন কাজে!
বুক ফাঁটে তৃষিত হয়ে....
রোদ্র নদীর হাঁটে,
আমি তো মানব,স্বভাব টা হয়ে
লাজ ভুলিয়ে কাজে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ