কর্মই জীবন

বোরহানুল ইসলাম লিটন ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৭:৪১:০০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!

সয়ে সদা শত নাশকের ঘাত
প্রকৃতির অবহেলা,
শুধু কি তটিনী কুলু কুলু রবে
প্রবাহতে করে খেলা!
রাখতে সে মান চলনের মূল
গড়ে তুলে তার সবুজে দু’কূল
তবুও কি কেউ বসতি না পেলে
রাখত হৃদয়ে ঋণে!
জীবনটা যদি হতো অতি সোজা
চলনের পথ বিনে!

যদি বা না ভরে অবারিত মাঠ
সবুজ শস্য ক্ষেতে,
উঠতো কি সদা বাতাসের দোলে
প্রাণিকুল খোশে মেতে!
না ধরলে কভু সুমধুর ফল
ক’জনই বা যায় বৃক্ষের তল
তবু জেনে মন না হলে ব্যাকুল
কর্মের ফল বিনে,
কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে
তামা নিতো মোহে কিনে!

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ