কর্পোরেট মুখোশ

সুপর্ণা ফাল্গুনী ৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ১১:৩৩:০০পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

শিশির ভেজা কুহেলিকা আচ্ছন্ন করে রেখেছে তোমার-আমার পথচলা;

তবুও পথ চলছি মহাকালের গর্ভে দুঠোঁটের আমন্ত্রণে।

গন্তব্যবিহীন ছুটে চলায় কালের গর্ভে হারিয়ে যায় উপপাদ্য।

পৌরাণিক-কাব্যে বৃষ্টিভেজা প্রণয় অদৃশ্যের বেড়াজালে বন্দী;

তোমার-আমার হাতযুগলে ফাল্গুনী পূর্ণিমা মাখামাখি;

চোখের মহাসড়কে দীর্ঘ যানজট -পথ আগলায় বিধিনিষেধের ট্রাফিক।

মস্তিষ্কের অনুরণনে সম্পাদ্যের আঁকিবুঁকি; গতিবিদ্যার আগ্রাসনে স্থিতিশীলতার পরাজয় হয়েছে।

স্বপ্ন-ঘেরা পদাবলী জীবন সংগ্রামে কলুষিত, ধূসর মেঘগুলো দলছুট অনাবৃত আকাশের আবক্ষে।

উড়ন্ত বলাকা শরতের কাশবনে আর্তনাদের স্বরলিপি বুনে যায়;

খাঁচায় বন্দী তোমার-আমার সঞ্চারিণী বুনো-শালিকের প্রেম;

যুক্তিবিদ্যার প্রচন্ড বেগে ঝরে পরছে কর্পোরেট মুখোশ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ