করোনা! স্যালুট তোমায়।

মারজানা ফেরদৌস রুবা ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৪৮:৪৯পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

বিধির বিধান
আইলো এক নিদান।
পৃথিবীর মানুষ আজ স্বেচ্ছা কারাবাসেই খুঁজে পেল;
বেঁচে থাকার অমোঘ বিধান।

অর্থ-বিত্তের বড়াই ছেড়ে
ক্ষমতা প্রতিপত্তির খোলস ঝেড়ে,
দাঁড়িয়ে সকলে; কাতারে কাতারে।
মাতম করছে আজ
বাঁচো রে, বাঁচারে।

হিংসা, প্রতিহিংসা
ক্রোধ আর ঘৃণা
সব ছেড়ে ছুঁড়ে
মানবিকতার দুয়ারে।
দাঁড়িয়েছে বিশ্ব আজ হাতে হাত রেখে।

হায়! করোনা,
কত নিধন করবে জানিনা।
তবুও স্যালুট তোমায়।

তোমার আগমনে,
পৃথিবীর বুকে বেড়ে ওঠা হানাহানি
দাঙ্গা-ফ্যাসাদ মারামারি
নিমিষে সকলই আজ
চলে গেছে উচ্ছনে।

তোমায় নিধন করতে
আর তোমা থেকে বাঁচতে।
দাঁড়িয়েছে বিশ্ব আজ হাতে হাত রেখে।

স্বেচ্ছা কারাবাসের আগল খুলতে
জাতি-ধর্ম নির্বিশেষে লেগে পড়েছে সকলে,
এ যেন পৃথিবী নামক এক মায়ের
এক গর্ভে জন্ম নেয়া
সকল সন্তানদের মহামিলন।

এ মহামিলন
মহাসশ্মান না হোক।
করোনা রে পর্যদুস্ত করেই ফিরুক এ পৃথিবী;
মানবতার জয় হোক।
মানবতার জয় নিয়েই নতুনরুপে
এ পৃথিবী ফিরে আসুক।

#রুবা
১৭/০৩/২০২০

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ