করোনা ভাইরাস vs চীন

নিরব সাগর ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৮:২১:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

করোনা ভাইরাস vs চীন

সৃষ্টিকর্তার হুকুম হয়েছে,
চীনের মানুষ তোমরা আর অন্যায় করো না ।

আমি বরাবর একটা কথা বলে থাকি, পৃথিবীর সব সময় সমানুপাতিক গতিতে চলতে।
এই পথে চলতে গিয়ে ছোটখাটো সমস্যার সম্মুখীন হলে, পৃথিবী সৃষ্টিকর্তার নিকট আপিল করেন ।
স্রষ্টা তখন সুন্দর ব্যবস্থা করে, যাতে করে পৃথিবীর ভারসাম্য স্বাভাবিক অবস্থায় থাকে।

পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আজ অবধি সৃষ্টিকর্তা এই কাজ করে আসছে। এর মানে হলো সৃষ্টিকর্তা পৃথিবীটাকে আরো বেশ কিছুদিন গতিশীল রাখতে চান। পৃথিবী ধ্বংস করতে চাইলে এটা করতেন না ।

আমরা একটু পিছন ফিরে তাকালে দেখতে পাবো স্রষ্টার সুনিপুণ খেলা। পৃথিবীকে সমানুপাতিক অবস্থানে রাখার জন্য ছোটখাটো ধ্বংসের ঘটনা।
নীলনদে ফেরাউন , মশার কামড়ে নমরুদ, নূহ আলাহি ওয়াসাল্লাম এর মহা প্লাবন ।সব গুলো ঘটনা পৃথিবীকে গতিশীল রাখার জন্য।

অনেক দূরে মনে হচ্ছে, রাসুল সাঃ এর যুগে আরবদের অবস্থার দিকে একটু তাকান ।জাহেলিয়াতের যুগে মেয়েদের অবস্থান সবার নিচে ছিল। স্রষ্টা সেই জায়গা থেকে উঠিয়ে তাদের পায়ের নিচে জান্নাত বসিয়ে দিলেন।
অপরদিকে আবুজেহেলের বাড়ি এখনো জীবন্ত সাক্ষী হয়ে আছে হাজীদের মলমূত্র সংগ্রহশালা হিসেবে।

আমাদের দেশের কথায় একটু চিন্তা করুন। প্রতিবছর ছোট-ছোট প্রাকৃতিক দুর্যোগ আসে। আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ ধ্বংস রক্ষার্থে হালকা শাস্তি দিয়ে মাফ করে দেয়া মাত্র।অনেকটা বলা যায় গরু মেরে জুতা দান। আর এটা না করলে হয়তো খুব তাড়াতাড়ি সব ধ্বংস হয়ে যেত।স্রষ্টা সব সময় সবকিছু সমান রাখেন।
পালনকর্তা আমাদেরকে খাবারের ব্যাপারে কত সুন্দর পথ দেখিয়ে দিলেন। হালাল ও হারাম বিচার-বিবেচনা করে ভক্ষণ করো অথচ চায়নারা সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রুচিসম্পন্ন।তাদের কাছে সবকিছুই ভোগ যোগ্য। কোন ধরনের বাদ বিচার নেই।

পৃথিবী দেখলেন এই ভাবে চলতে দেওয়া যাবে না আর বেশি সুযোগ দেয়া যাবে না। তাহলে যে পৃথিবী তার সমানুপাতিক গতি হারিয়ে ফেলবে। তাই তো স্রষ্টার নিকট আপিল করলেন আর স্রষ্টা এই ভারসাম্য রক্ষা করার ব্যবস্থা করলেন।
আমি গবেষক নই, লোকমুখে কথিত গল্প করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে সামান্য প্রাণী বাঁদুড় থেকে। কতটুকু সত্য তা আমার কাছে জানা নেই তবে এটা সত্য এবং বাস্তবতার সাথে মিল আছে যে, চীনে সাধারণত পর্দা করা নিষিদ্ধ,হিজাব ব্যবহার নিষিদ্ধ তাই তো স্রষ্টা সেখানে মুখ ডেকে রাখার ব্যবস্থা করলেন।
মাক্স ব্যবহার বাধ্যতামূলক করলেন !

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ