করোনা নিয়ে অনীহা

মুন ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:৪২:৪৬পূর্বাহ্ন সমসাময়িক ১১ মন্তব্য

 

করোনা ভাইরাস নিয়ে কখনোই আমরা সচেতন ছিলাম না

করোনা ভাইরাস যখন চীনের উথান থেকে উৎপত্তি হচ্ছিলো তখন আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে উথানে আটকে পড়া বাংলাদেশী ছাত্রদের আনলাম এনে যে কি হলো কোথায় তারা হারিয়ে গেলো তার কোন হদিস পেলাম না

এর পর ইতালিতে যখন করোনা ভাইরাস ধীরে ধীরে প্রাদুর্ভাব হচ্ছে তখন প্রবাসীরা দেশের কাছে ছুটে আসছে তাদের আটকাতে পারলাম না

দেশপ্রেম তখন আমাদের উদ্বুদ্ধ মানবতার আফিম খেয়েছিলাম

যেমন আমরা আড়াই বছর আগে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দুই বছরে তার ফল পেলাম কোরআন শরীফের ভিতর ইয়াবা পাচারের মাধ্যমে

ঠিক তেমন মানবতা আর দেশ প্রেমের মাদকে প্রবাসীদের বুকে জড়িয়ে দেশের ভিতর ঢুকতে দিলাম

প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধার দাবিতে দেশে ঢুকে গেলো হোম করেন্টাইন এর কথা বলে দুইদিন পর শশুর বাড়ি গেলো কেও বিয়ে করলো কেও আড্ডা মারলো কেও কেও করোনার সম্ভবনা নিয়ে অন্তর্ধান নিলো

কেও কেও কাস্টম কে ঘুষ দিয়ে করোনার তাপমাত্রা নিয়ে ঢুকে পড়লো অনেক এয়ারপোর্ট এ তাপামাপা মেশিন ও নষ্ট ছিল

পুলিশ কাস্টমের সৎ অফিসাররা যাদের আটকালো তারা অতি বিপ্লবী হয়ে উঠলো তারা পাগলের প্রলাপ বকতে থাকলো

আমরা রেমিট্যান্স যুদ্ধা বাংলাদেশ
সরকার আমাদের টাকায় চলে আমরা মুসুলমান আমরা শুয়োর সাপ খাইনা আমাদের করোনা হবেনা
আমাদের ঢুকতে দিতে হবে

সরকার তাদের ঢুকতে দিলো তারা করোনা রেমিট্যান্স আমাদের সুধে আসলে দিয়ে দিলো

করোনা যখন মৃদু মৃদু প্রাদুর্ভাব চার পাঁচ জন করে আক্রান্ত হচ্ছে দুই একজন করে মারা যাচ্ছে তখন সরকার কোরেন্টাইন করতে বললো

লকডাউন এর জন্য অনুরোধ করতে থাকলো আর্মি পুলিশ নামালো জনগণ কে বাসায় ঢুকাতে

অবাধ্য ভোদাই জনগণ ঢুকে না লাঠিচার্জ করলো মান সম্মানের ভয় দেখানোর কানে ধরে উটবস করালো

একজন মহিলা এসি ল্যান্ড বাহিরে অবৈধভাবে বের হবার জন্য কানে ধরে উটবস করায়
তবুও জনগণকে বাড়িতে রাখা যাচ্ছিলোনা

এসি ল্যান্ড মহিলা করোনার ভয়াবহতা বুঝেই বাবার বয়সী ভ্যানচালকের কানে ধরে উটবস করায় যাতে তারা চক্ষুলজ্জায় আর বাহিরে বের না হয়

আমাদের অতিবিপ্লবী জনতা মহিলা কর্মকর্তার গুষ্টি উদ্ধার করে নিজ দায়িত্বপালনের অপরাধে তাকে বিনা দোষে অপসারণ করা হয়

করোনার ভয়াবহতা যখন ব্যাপক হবার আশঙ্কা জাগাচ্ছে আমরা তখন সবাই গরিব প্রেমী হয়ে গেলাম

যে গরিব রিক্সাওয়ালা সামান্য মেঘ গুড়গুড় করলে ভাড়া দ্বিগুন করে যে বাস হেল্পার ধাক্কা দিয়ে বাস থেকে নামায় চলন্ত বাস এ দৌড়ে উঠায়

তাদের সাহায্যের জন্য আমরা উঠে পড়ে লাগলাম

করোনা মোকাবিলায় আমাদের ডাক্তারদের কাছে সুরক্ষা পোশাক নেই যন্ত্রপাতি নেই চিকিৎসার কোন ব্যবস্থা নেই এসব বাদ দিয়ে সবাই ছুটলো গরিব সেবায়

মধ্যবিত্তরা গরিব সেবা করতে গিয়ে নিজেরাই গরিব হয়ে গেলো আর গরিবরা অতিরিক্ত সাহায্য পেয়ে সেগুলো নিয়ে ব্যবসা শুরু করলো

এদিকে করোনা মহামারী আকার ধারণ করছে সেদিকে কারো খেয়াল নেই সবাই আছে গরিব বন্দনায়

গরিবরা লক ডাউন ভেঙে করোনা ছড়াচ্ছে পাবলিকের আছে প্রচ্ছন্ন সনর্থন

তারা বলে গরিব কি করবে করোনা ছড়িয়ে সবাইকে মারুক তবুও ওরা বাঁচুক গরিবের বাঁচার অধিকার আছে কোন কিছু না করেও

নামুক তারা রাস্তায় চালাক তারা রিক্সা করুক তারা ভিক্ষা দিক আমাদের শিক্ষা

তারা সেই শিক্ষাই আমাদের দিয়েছে সেই শিক্ষার ফলভোগ এখন আমরা করছি

করোনা এখন আকাশের দিকে উঠছে মহামারীর দিকে যাচ্ছে

বাংলাদেশের জন্য এখনো আমরা করোনা প্রতিরোধে সুনিস্দিষ্ট আলোচনা নেই

আমাদের শিরোনাম চাল চুরি এদিকে করোনা ধীরে ধীরে আমাদের জীবন চুরি করে নিচ্ছে সেদিকে আমাদের লক্ষ নেই

বাহিরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারছি গরিব মানুষের কি হবে তাদের চাল চুরি হয়ে যাচ্ছে

সারা পৃথিবীতে শিরোনাম দুশ্চিন্তা করোনা নিয়ে আমাদের দুশ্চিন্তা চাল চুরি নিয়ে

এখনো করোনাকে অবহেলা

বাংলাদেশ সরকার বা জনগণ করোনা মোকাবিলায় ব্যর্থ

তিন মাস আগে থেকে প্রস্তুতি নিয়েও তারা ব্যর্থ হতো করোনার উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই

যেখানে পৃথিবীর সুসভ্য দেশ গুলো দিশেহারা সেখানে বাংলাদেশের মতো গরিব বিদেশী সাহায্য নির্ভর দেশ করোনার মোকাবিলা করবে এটা অলৈকিকর থেকেও অলৈকিক কথা

করোনার উপর কারো নিয়ন্ত্রণ নেই করোনা তার নিজ গতিতে আগাচ্ছে

বাংলাদেশ তিন মাস আগেও প্রস্তুতি নিলেও একই অবস্থা থাকতো কারণ সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না

সরকারের সব কিছুর উপর নিয়ন্ত্রণ নেই

নিয়ন্ত্রণ নেই ওয়াজ মাহফিলের উপর যেখানে আল্লাহ কসম দিয়ে বলা হয়েছে কোন মুসুলমানের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে

মসজিদ বন্ধ করা যাবেনা জুম্মার নামাজ জামাতের নামাজ বন্ধ করা যাবেনা স্বাস্থঝুঁকির উপর বহুদিন জামাতে নামাজ চলেছে

ইতালিতে করোনা মহামারী হুহু করে প্রবাসী ঢুকেছে লোকডাউনের মধ্যে গরিবরা রাস্তায় বসে আছে

বাংলাদেশের পেক্ষাপটে একমাত্র উপায় ছিল যখনি করোনা সংকট শুরু হলো বিদেশী সব ফ্লাইট বন্ধ করে দিয়া

দেশের ভিতর কাওকে ঢুকতে না দিয়া দেশের বাহিরে কাওকে যেতে না দিয়া

বাংলাদেশের পেক্ষাপটে বাংলাদর্শের বাস্তবতায় এই পদ্ধতি ছাড়া করোনা মোকাবিলার আর কোনই উপায় নেই
এটাই বাস্তবতা

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ