
ফে অ গু র হতে সাবধান!
হু (WHO) এবং আমাদের দেশের একটি বিশেষ সম্প্রদায় যারা "ফে অ গু র" নামে পরিচিত তাদের মাঝে অদ্ভুত একটা মিল রয়েছে। করোনা নিয়ে এরা দু'পক্ষই মাতামাতি করতে পছন্দ করে। তারা নিজেরাতো নাচেই সাথে আমাদেরকেও নাচিয়ে মজা পায়। তবে হু দেখাচ্ছে ধ্রুপদী নৃত্যের তালে আর ফেঅগুর নাচাচ্ছে অশ্লীল ডিজে স্টাইলে।
করোনা সংক্রমণ আর জীবাণুনাশক নিয়ে হু আজ একটা কথা বলে তো কাল আরেকটা নতুন তথ্য জুড়ে দিয়ে এদেশের জনগনের মগজকে উষ্কখুষ্ক বানিয়ে ফেলছে। তাদের ধারনা আমরা বাংলাদেশের সবাই এখন ঘরে বসে টিভিতে তাদের জ্ঞানগর্ভ বক্তব্য শুনে দিন পার করছি আর মেডিকেল টার্মের বই পড়ে সেগুলো মুখস্ত করে করে বিশেষ জ্ঞানী হয়ে উঠছি।
এই জ্ঞানগর্ভ চিন্তার ফসল হচ্ছে আমাদের ফেঅগুর সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষজন Ivermectin, Doxycycline, Azithromycin, Remdesivir, Favipiravir, তুলশী পাতা, ফলের বীজ, থানকুনি পাতা, পানপাতা, জাউরা পাতা, ফাউরা পাতাসহ নানাবিধ উপায়ে তত্ত্ব উপাত্ত্ব দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে করোনা সেতো নস্যি!
গলির ফার্মেসিতে সহজলভ্য ২০ টাকার ঔষধ আর ঘাস লতাপাতা খেয়েই যেখানে করোনা ভালো হওয়া সম্ভব, সেখানে এদেশীয় এসব ঔষধ গলাধঃকরণ করতে হু এর অনুমোদনের তোয়াক্কাকে আমরা থোরাই কেয়ার করি!
করোনাভাইরাস নিয়ে টিভি, পত্রিকায় সকাল সন্ধ্যা হু যেমন ফিলিপস এর ঝিলিক বাত্তির লাহান চমক দেখাচ্ছে তেমনি এই ফেঅগুর সম্প্রদায়ও তিনবেলা হু কে কাঁচকলা দেখাতে মোটেও কার্পণ্য করছেনা।
ফে অ গু র কারা? এরা হচ্ছে ফেসবুকে অপপ্রচারকারী ও গুজব রটনাকারী (ফে অ গু র) সম্প্রদায়। হু এর মত একটি প্রতিষ্ঠানকে বুড়ো আঙ্গুল দেখানো কি চাট্টিখানি কথা! অথচ তাদের চিনবেননা তা কি করে হয়!
এদের থেকে সতর্ক থাকুন। নিজেরা ঘরে থাকুন, অন্যদের নিরাপদ রাখুন। মনে রাখবেন- আপনি ধ্রুপদী নৃত্য দেখবেন নাকি অশ্লীল ডিজে স্টাইলে নিজে নাচবেন তার দায়ভার সম্পূর্ণ আপনার।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
গুজব এর কারনে অতিষ্ঠ হয়ে ফেইসবুকে যাওয়াই কমিয়ে দিয়েছি। এদের কথাকে বিশ্বাস করে এমন মানুষই বেশি ফেইসবুকে।
” ফে অ গু র ” – দারুন নামকরন করেছেন 🙂
তৌহিদ
ফেসবুককে আমরা অনেকেই পজিটিভভাবে ব্যবহার করিনা, সমস্যা এখানেই। ভালো থাকুন ভাই।
প্রদীপ চক্রবর্তী
ফেঅগুরা শেষ করে দিবে যা অবস্থা শুরু হয়েছে।
ফেঅগুর হতে আমাদের সাবধান না হলে উপায় নেই।
আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে।
ভালো উপস্থাপন দাদা।
তৌহিদ
জ্বী দাদা, ঠিক বলেছেন। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
নামকরণ টা খুব ভালো লেগেছে ভাইয়া। ফেসবুকের কল্যাণে আমাদের লোকজন কতোটা হূজুগে নেচে বেড়ায় তা খুব ভালো করেই বোঝা যায়। বুঝিনা এরা কেমন করে এসব করে। ফেসবুক টাকে মাছ বাজার বানিয়ে ছেড়েছে। যে যার মতো মনগড়া লিখে, বলে, পোষ্ট করে। ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
ভালো বলেছেন, ফেসবুক হচ্ছে মাছের বাজার। এখন কে পঁচা মাছ কিনবে আর কে টাটকা মাছ কিনবে এটা তার ব্যাপার আসলেই।
ভালো থাকুন দিদিভাই।
মাহমুদুল হাসান
” ফে অ গু র ” – দারুন নামকরন করেছেন। নামের পূর্ণরূপ বের করলেই চরিত্র বের হয়ে আসে।
তৌহিদ
ধন্যবাদ, ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
এত সুন্দর ফেগুঅর নামকরণ টা খুব ভালো লেগেছে।
হাতি যখন বিপদে পড়ে চামচিকা ও লাথি মারে আর মানুষ তো অসহায় করোনার কাছে। কিন্তু নিজের ভালোটাই বুঝেনা। নিরাপদে থাকার চেয়ে বিপদটাই কাছে ডাকে।
ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
ঠিক বলেছেন দাদা, ধন্যবাদ।
ফয়জুল মহী
একটা জিনিসের ভালোমন্দ সবদিক থাকে । দেখে শুনে ফ্রেন্ড এড করুণ । আবালদের পরিত্যাগ করুণ। গাজীপুর একজন ইঞ্জিনিয়ার ঘুষ নিতে চায়নি কয়েক কোটি টাকার টেন্ডারের ছাড়ের জন্য তাই খুন হয়েছে কোন জাতীয় মিড়িয়ায় আসেনি । ফেসবুকে আসছে। আরো অনেক ঘটনা আছে ফেসবুকের চাপে সরকার দেখতে বাধ্য হয় ।যারা বিবেকহীন তারা গুজব আজব ছড়াইবে। একযুগের উপরে ফেসবুক আইডি আমার ৮০০ বন্ধু ও দুইএকটা গ্রুপ নিয়ে ভালোই আছি।
তৌহিদ
ভালো থাকুন মহী ভাই।
হালিম নজরুল
“ফে অ গু র” নামকরনের জন্য ধন্যবাদ।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই।
সঞ্জয় মালাকার
ফে অ গু র, নামকরনে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
নামের ব্যাস্তবিক রূপ বেরকরে আনলে, আসল রূপ চিনাযাবে ।
ঈদের শুভেচ্ছা রইলো দাদা, ভালো থাকবেন নিরাপদে থাকবেন শুভ কামনা রইলো।
তৌহিদ
আপনিও ভালো থাকুন দাদা।
ছাইরাছ হেলাল
দেখুন এদের কল্যানেই কিন্তু খটমটে মেডিকেল বিষয় নিয়ে এত এত কথা বলতে পারছেন।
কোন অবদান আপনি অস্বীকার করছেন!!
সীমিত ইদ মুবারক।
তৌহিদ
আরে তাইতো! এটা মাথাতেই আসেনি। ধন্যবাদ ভাইয়া।
শামীম চৌধুরী
ঈদ মোবারক ভাইজান।
তৌহিদ
ঈদ মোবারক ভাইয়া।