
আমার জীবনে বড় বড় এমন কোন ইচ্ছে কখনওই ছিলোনা যেটা পূরণ না হবার কারনে খুব বেশী কষ্ট পেতে হয়েছে। কারন এই ছোট্ট সময়ে না চাইতেই বিধাতা আমাকে যা কিছু দিয়েছেন তাতেই আমি খুশি। হয়তো এতটুকু পাবার যোগ্যতাও আমার ছিলোনা তবুও তিনি দয়াপরবশ হয়ে দিয়েছেন।
ছোটছোট অনেক ইচ্ছে কিছুদিন আগেও মনে পুষে রেখেছিলাম। ভাবতাম যদি সুযোগ আসে তাহলে সেসব ইচ্ছে পূরণ করবো। করোনার এই বিষণ্ণ সময় ঠিকঠাক পার হতে পারলে হয়তো সে সুযোগ আসবে।
তবে সে সুযোগ যদি আর নাও আসে তাতেও কোন দুঃখ নেই। কারন আমার চেয়ে অনেক অসুখী মানুষ চারপাশে দেখছি যারা একবেলা খাবারের জন্য দ্বারেদ্বারে ঘুরছে। কত মায়ের কোল খালি হতে দেখছি, কত বাবাকে নিজ হাতে তার শিশু সন্তানকে শেষবারের মত বুকে জড়িয়ে কবরে শোয়াতে দেখছি। তাদের সেই বেদনাময় অশ্রুর কাছে আমার পূরণ না হওয়া ক্ষুদ্রাতিক্ষুদ্র ইচ্ছেগুলো কিছুই নয়।
করোনায় ঘরবন্দি দরিদ্র অসহায়দের সাহায্যের জন্য সরকারি ত্রাণ লুট করছে অনেকেই। ধরাও পড়ছে, শাস্তিও হচ্ছে তাদের। তবে সেসব লুটেরাদের ভীড়ে এমন কিছু মানুষের আত্মত্যাগের খবরে নিজের মনেই প্রশ্ন জাগে- এসব কি সত্যি?
মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ীর কামার খাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন হালদার করোনা দূর্যোগে নিজের ৭২ শতাংশ জমি বিক্রি করা ৪৫ লাখ টাকা বিলিয়ে দিচ্ছেন অসহায় মানুষদের মাঝে। উপহারের মধ্যে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি পেয়াজ, লবন, মসুরের ডাল এবং একটি করে সাবান রয়েছে। তিনি গত কিছুদিন ধরে তার এই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।
গণমাধ্যমে, ফেসবুকে অনলাইনে কোন ডাক্তার বহিঃস্কৃত হলেন আর কে বা কারা ত্রাণ লুট করছে শুধু এসব খবর না প্রকাশ করে পজিটিভ খবরও প্রকাশ করুন। যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, পুলিশ যারা নিজেদের উজার করে মানবসেবায় নিয়োজিত করেছেন, অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বধর্মী এবং অন্যধর্মের মানুষের দাফনকাজ করছেন, সৎকার করছেন তাদের কথাও বলুন। দেখবেন অন্যরা অনুপ্রেরণা পাবেন।
মনে বিশ্বাস রাখুন- একদিন আমরাও করোনাকে জয় করবো।
২৩টি মন্তব্য
ফয়জুল মহী
স্যালুট সেই মহান ব্যক্তি কে। মানবতা আছেই বলে দুনিয়া এখনো সতেজ আছে
তৌহিদ
অবশ্যই ভাই। মানবতার জয় হোক।
আরজু মুক্তা
অবশ্যই করোনাকে জয় করবো। তবে, নিজেরাও একটু একটু করে গরীব প্রতিবেশীকে সাহায্য করতে পারি।
তৌহিদ
সাহায্য করাই উচিত। বরং দান করলে সম্পদ বাড়ে। ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
স্যালুট জানাই সেই মানব দেবতা কে । এমন মানুষ এখনো আছে তবে সীমিত আকারে। তবুও তাদের দ্বারাই হাজার হাজার মানুষ উপকৃত হয়, হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন ঘটনার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
ভালো মানুষ আছেন বলেই পৃথিবীটা এখনো টিকে আছে। আমাদের সবার পজিটিভ দিকগুলি প্রকাশ করা উচিত দিদিভাই। তবেইতো অন্যেরা উৎসাহিত হবেন।
ভালো থাকবেন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ীর কামার খাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন হালদার করোনা দূর্যোগে নিজের ৭২ শতাংশ জমি বিক্রি করা ৪৫ লাখ টাকা বিলিয়ে দিচ্ছেন অসহায় মানুষদের মাঝে। উপহারের মধ্যে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি পেয়াজ, লবন, মসুরের ডাল এবং একটি করে সাবান রয়েছে। তিনি গত কিছুদিন ধরে তার এই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।
স্যালুট জানাই এ মহান মানুষকে।
এমন মানুষ আজ আছে বলে কিছু মানুষ তাদের ভালোবাসায় বেঁচে আছে।
শুভকামনা দাদা।
ভালো থাকুন অনেক।
তৌহিদ
স্যালুট সেসব মহান মানুষদেরকে।
মানবতা বেঁচে থাকুক মানুষের মনে প্রাণে। তবেইতো এ পৃথিবী সুন্দর হয়ে উঠবে। ভালো থাকুন দাদা।
সুপায়ন বড়ুয়া
শতভাগ সহমত ভাইজান।
এখনো ভালো মানুষেরা আছে বলেই পৃথিবীটা
টিকে আছে। দুই একজন চোর চ্যাচরার কথা বলে
ভাল মানুষের ত্যাগকে অপমান করা হয়।
মানুষ আজ নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
নেগেটিভ খবর প্রচার করে মানুষের মনোবল ভাঙতে চায়।
শুভ কামনা।
তৌহিদ
একদম ঠিক দাদা। যারা আসলে অন্যের ভালো দেখতে পারেনা তারা কারো ভালো জিনিস প্রচার করেনা। অথচ কতজনেই আছেন নীরবে পরোপকার করে যাচ্ছে সেসব খবর আমরা কতজনাই বা রাখি!
ভালো থাকবেন দাদা।
নিতাই বাবু
অবশ্যই আমরা ঘাতক করোনাকে জয় করবো, দাদা। এজন্য সকলের একমাত্র প্রবল ইচ্ছাশক্তিই দরকার বলে আমি মনে করি। ভয় আর আতঙ্ক না ছড়িয়ে আমরা বিজ্ঞ চিকিৎসক এব রাষ্ট্রীয় নির্দেশাবলি মেনে চলতে পারলেই, আশা করি করোনা জয় আমাদের নিশ্চিত!
সঠিক সময়ে সঠিক উপদেশমূলক পোস্টের জন্য অংসখ্য ধন্যবাদ, শ্রদ্ধেয় দাদা।
তৌহিদ
একদম সঠিক বলেছেন দাদা। নিজেদের ইচ্ছেশক্তি এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি ধারন করতে পারলেই করোনাকে আমরা জয় করতে পারবো। বাকী উপরওয়ালা সহায়।
শুভকামনা রইলো দাদাভাই।
ছাইরাছ হেলাল
জয় আমাদের হবেই, কতটা ক্ষতের বিনিময়ে সেটাই আসল প্রশ্ন।
তৌহিদ
দেখুন কিছু সাফল্য পেতে গেলে কিছু হাড়াতে হয়। তবে ক্ষতিটা যেন চরম পর্যায়ে না যায় সেটাই প্রার্থনা।
ভালো থাকবেন ভাই।
রিমি রুম্মান
এই যে লুটপাট, দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়া, অন্যের হক মেরে খাওয়া, কিছুই কি সাথে করে নিয়ে যেতে পারবে কেউ ? তবে ? প্রশ্নগুলোর উত্তর খুব জানতে ইচ্ছে করে সেইসব মানুষের কাছে।
তৌহিদ
এ প্রশ্নের উত্তর বোধকরি যারা এমন অন্যায় অবিচার করে তাদের কাছেও নেই। কেন যে মানুষ শুধু সম্পদের পাহাড় গড়তে চায় সেটাই বুঝিনা। কি হবে এত কিছু দিয়ে!
আহা! পরপারে যাবার সময় যদি টাকাপয়সা কাজে দিত!! সবার বোধদয় হোক।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
রেহানা বীথি
সবাই যদি আমরা হাত বাড়িয়ে দিই পরস্পরের দিকে, যুদ্ধ জয়ের পথটা সহজ হবে অনেক। জয় আসবেই একদিন।
লেখা খুব ভালো লাগলো ভাই।
তৌহিদ
একদম ঠিক বলেছেন আপু। পারস্পারিক সাহায্যই পারে একে অন্যকে টিকিয়ে রাখতে। জয় আমাদের হবেই।
ভালো থাকবেন আপু।
কামাল উদ্দিন
মহিউদ্দিন হালদারের মতো লোকগুলো বাংলাদেশের রাজনীতিতে আসলে দেশটা খুব দ্রুত দাঁড়িয়ে যেতো……..
তৌহিদ
ভালো লোকও আছেন তবে খারাপের ভীড়ে তারা মাথা তুলতে পারেনা বা আমরাই দেইনা। তবু সত্যের জয় হবেই হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
হালিম নজরুল
আমাদের সমাজে মানুষ নামের ফেরেস্তা আছে। আবার এখানেই মানুষ নামের অমানুষও আছে। আমরা চেষ্টা করব মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর।
তৌহিদ
মানুষ হিসেবে অন্যকে কথা কিংবা কাজে সাহায্য করাই হচ্ছে মনুষ্যত্ব। মানবিক গুণাবলী সবার থাকেনা।
জিসান শা ইকরাম
নিজেদের চাওয়া পাওয়া নিয়ে অতৃপ্তিতে থাকা উচিত না। আমাদের চেয়ে কত মানুষ খারাপ অবস্থায় আছেন, এটি ভাবলেই অতৃপ্তি চলে যাবে।
নেগেটিভ খবরই প্রচার বেশি হয়। অথচ পজিটিভ খবরের প্রচার বেশি হলেই অন্যরা উৎসাহিত হতেন বেশি।
ভালো লেখা,
শুভ কামনা।