করোনা ছুটির চতুর্থ দিনে

কামাল উদ্দিন ৩০ মার্চ ২০২০, সোমবার, ০৬:২৩:১৬অপরাহ্ন সমসাময়িক ২০ মন্তব্য

নাতনীর বয়স সাত দিন হলো, নাম রাখতে হবে। নেট ঘেটে পছন্দ মতো কোন নামই পেলাম না। ওদিকে আবার ফতুয়া দিয়া রেখেছে ওর মাথার চুলের সম পরিমান ওজনের সোনা রূপা নাকি দান করতে হবে। রূপার কথায় আমি না করতে পারিনা, কিন্তু সোনা! এই দুঃসময়ে এতোটা টাকা পয়সা দান করাটা সত্যিই কঠিন হবে। বললাম আপাতত চুল কাটার দরকার নাই, উত্তরে জানিয়ে দিলো সেক্ষেত্রে চুল বড় হলে খরচও কিন্তু বাড়বে। আমি তো এখন মহা ফাপড়ে!........

সরকারি ঘোষণায় দোকান বন্ধ হয়ে যাবে ভেবে জামা কাপড় সব লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের এলাকায় ২৫ তারিখেই সমস্ত বন্ধ হয়ে যাওয়ায় আমার জামা কাপড় গুলোর কোয়ারেন্টিন হচ্ছে লন্ড্রির দোকানেই। এদিকে সমস্ত দোকান পাট বন্ধ থাকায় আমার সাত দিন বয়সী নাতনীর জন্যও কোন জামা কাপড় কিনতে পারছি না। এখন দাদা নাতিনের কোয়ারেন্টিন চলছে উদোম গায়েই। আচ্ছা জামা কাপড় পরিধান না করলে কোয়ারেন্টিনের কোন সমস্যা হবে না তো?

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ