করোনা কালের শিক্ষা !

সুপায়ন বড়ুয়া ২৯ আগস্ট ২০২০, শনিবার, ০৩:০৫:০২অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

করোনা কালে ভাবনা ছিল
সবার এবার শিক্ষা হবে
লোভ লালসা ত্যাগ করে
ত্যাগ তিতিক্ষার দীক্ষা নিবে।

সবাই যখন তওবা করে
স্রষ্টার কাছে দুহাত তুলে
মানুষের তরে মানুষ হবে
হিংসা বিদ্বেষ সব ভুলে।

সবার মনে ভয়টা ছিল
পাপের প্রায়শ্চিত্ত এবার হবে
বাঁচার তবে উপায় হল
পাপ মুক্ত জীবন গড়বে।

সবাই যখন হাপিয়ে উঠে
লক ডাউনে আটকা পড়ে
জীবিকাটাই হারিয়ে বসে
জীবন টাকে বাঁচার তরে।

মানুষ যখন এগিয়ে আসে
মানুষ বাঁচার শপথ নিয়ে
চোরের দল এগিয়ে আসে
চাল চুরির সুযোগ নিয়ে।

সবাই যখন বসে থাকে
হাত গুটিয়ে ভয়ের চোটে
তরুণ ডাক্তার নার্সরা তখন
এগিয়ে আসে সাহসের সাথে।

সুযোগ সন্ধানী দিন গুণে যায়
সুযোগ নেয়ার ওত পেতে
বেজন্মাদের টেষ্ট জালিয়াতে
কাগজ বেঁচে জীবন লুটে।

মানুষ যারা মানুষ থাকে
লোভ লালসার উর্ধ্বে উঠে
জানোয়ারের মুখোশ খসে
করোনা কালের শিক্ষা শেষে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ