করোনায় বাংলার নববর্ষ !

সুপায়ন বড়ুয়া ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১১:০৯:১০পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

বাংলার রূপ গিয়েছে ভরে সবুজের শ্যামলিমায়
জীবনের রং শুধু বদলায়  শ্যামল মৃত্তিকায়
ফুলেল সৌরভে ভরে উঠে প্রাণ বসন্ত দিনের শেষে
এবার এসেছে ফিরে ঘাতক করোনা বাংলার নববর্ষে।

সাজানো বাগানের গোলাপ এসে বলে
বিষন্ন বদনে থেকো না বন্ধু
ভীরু কাপুরুষের মতো।
মানুষের পাশে দাঁড়াও
আমি আজো আছি ফুলেল সুবাসে
রুখে দাও সবই ধুলায় মিশে যাক
করোনার হোক অবসান বাংলার নববর্ষে।

আদরের মেয়েটি কাছে এসে বলে
চাইনা নতুন জামা
গরীবের ঘরে দুধ কিনে দিও
শিশুটি বাঁচুক আগে।
মায়ের মুখেতে হাসি ফিরে আসুক
বাংলার নববর্ষে।

কারখানার শ্রমিক কাছে এসে বলে
বেতন লাগবে না পিপিই বানাবো
মানব সেবার বীর সৈনিক
ডাক্তার বাঁচুক আগে।
মুমূর্ষ মানুষের হাসি ফিরে আসুক
বাংলার নববর্ষে।

সাকিব তামিম মাশরাফি বলে
বাঁচার জন্য ঘরে থাক বন্ধু
খাবার দেবো পৌঁছে।
ডাক্তার যাবে তোমাদের ঘরে
মানুষ বাঁচার সুযোগ দাও আগে
বাংলার নববর্ষে।

শিল্পপতি যারা খুলে দিল আজ
অবারিত তাঁদের দ্বার
শ্রমিক বন্ধুরা ঘরে থেকে যাও
বেতন যাবে ঘরে।
শ্রমিক বাঁচলে কারখানা রবে
বাংলার নববর্ষে।

মানুষ বাঁচার শপথ নেয় তারা
হাসপাতাল করবে বলে
হতাশ হওয়ার কারণ দেখি না
মানুষ বাঁচবে বলে।
মানুষের মুখে হাসি ফিরে পাক
বাংলার নববর্ষে।

নেত্রী মোদের অভয় দিয়ে বলে
বাংলার রূপ ফিরে পাব আবার
শ্যামল মৃত্তিকায়।
মানুষের মাঝে মানুষ জেগেছে
থাকবে সবাই পাশে।
তোমাদের জানাই লাখ কোটি সালাম
বাংলার নববর্ষে।

ছবি নেট থেকে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ