করোনালাপ…..…(৮)

ছাইরাছ হেলাল ১০ এপ্রিল ২০২০, শুক্রবার, ১১:৫৪:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

 

বৃষ্টির ঝিলিক-জল

একাকী দাঁড়িয়ে থাকা ডুমুর গাছটি
আগে দেখেছি বলে মনে পড়ছে-না,
ডুমুর গাছটি-ও আমকে মনে রেখেছে
তাও ভাবনায় আসছে-না,
তবুও কেন যেন এই ডুমুরের কথাই
সারাক্ষণ আবৃত করে রাখে খসখসে অনুভবে।

জড়ো করে রাখা মেঘেদের দেশে
বৃষ্টি ঝিলিকে ছুটে আসা  কাঁপা-জল
সোমত্ত-নক্ষত্র-ফুলের মত ভেসে বেড়ায়
চৈত্রের কুয়াশা ভেদ করে;

বয়ে যাওয়া বাতাসে নেই বসন্ত ঘ্রাণ
আছে কিছু ফেলে যাওয়া চিহ্ন,
বৃথাই খুঁজে-খুঁজে হয়রান সেই ডুমুর-ছায়া
হারিয়ে যাওয়া চিরকালের মত;
মৃত্যু-তৃষ্ণা ঢেকে যায় স্বর্গীয় সৌন্দর্যে
করোনাকালে।

ছবি কিন্তু নেটের।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ