করোনালাপ……(৯)

ছাইরাছ হেলাল ১১ এপ্রিল ২০২০, শনিবার, ০২:১০:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

অপেক্ষা হেম পেয়ালার

 

হেম-পেয়ালা হাতে অপেক্ষায় আছি

কখন হুকুম হবে, পান করো আকণ্ঠ’,

তথাস্তু বলে বিনা বাক্য ব্যয়ে শুষে নেব সবটুকু,

এরপর অপেক্ষা সামান্য-মত,

ক্রম-নিস্তেজতার, পা থেকে উর্ধাঙ্গে;

 

সামাজিক শীত শেষে এখনের জল-বিছানা,

রেশমী চুলের নক্সাদার ডাইনী, ধোয়া ওঠা

বাঘের দুধের চা, ঘাই হরিণী শিকারের গল্প,

একটু একটি করে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া চাঁদের সাক্ষী,

আর গোধূলীতে উড়ে যাওয়া ঝাঁক ঝাঁক বক পক্ষি,

আহ্লাদিত সারারাতের হেঁয়ালি ঝড়,

ঘড়ির নগ্নতায় অজগর সমুদ্রে ভেসে যাবে।

 

ধুপছায়ার পেন্সিলে আঁকা দৈব বাণীর অপেক্ষা করি,

এবারের মত ছেড়ে দিচ্ছি, সাবধান করে

 

৩৬৮জন ২৪৮জন
15 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ