করোনার শিক্ষা

হালিম নজরুল ১০ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৮:৪২:৪৭অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

বিধাতার কারুকাজ দেখ দিয়ে দৃষ্টি,
যুগে যুগে কি যাদুতে সাজিয়েছে সৃষ্টি।

অপরূপ প্রকৃতির মায়াময় বংশ,
প্রতিদিন তোমরা করছ তা ধ্বংস।
প্রকৃতিও পারে ঠিক নিতে তার প্রতিশোধ,
তোমরাই পার নাকো করতে তা প্রতিরোধ।

অদৃশ্য করোনা সে ক্ষুদ্রাতিক্ষুদ্র,
বাছে না মুসলিম, বৈশ্য বা শুদ্র।
দর্প চুর্ণ করে, দূর করে ভেদাভেদ,
লাশের মিছিল আনে, টানে মহাবিচ্ছেদ।

আবারও প্রমাণ হল সেরা মহাস্রষ্টা,
ক্ষমা চাও তার কাছে ওহে পথভ্রষ্টা।
---------------------0 0---------------------

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ