মহামারী অনাহারী বসে কাঁদে লোক
কথা যত ব্যথা শত মনে শুধু শোক।
পেটে ঋণে বেশি দিনে যায় নারে চলা
এত কথা যথাতথা যাবে কিরে বলা।

কোথা সুখ শুধু দুখ বেশি মনে পড়ে
কবে খাবো শান্তি পাবো পেটে খানা ভরে।
বন্দী দশা প্রাণ চষা কাটে নারে তবু
বসে ঘরে শুধু পরে ডাকি তোমা প্রভু।

দিন ভালো ক্ষণ কালো আসে নব রূপে
বলি তাই ভালো নাই ভক্তি করো চুপে।
মনে মনে জনে জনে বলে সব কিছু
অল্প খাদ্য বাজে বাদ্য ঘোরে পিছু পিছু।

হাড় গুলো ছুঁবে ধূলো হয়েছে রে দশা
নাহি চলে মনে বলে মারি তবে মশা।
ধনী ভাই বলি তাই খুব আছো সুখে
দুখী মরে খাদ্য তরে নাহি চাহো দিকে।

করো ক্ষমা দুখ জমা সুখ পাবো কবে
কাঁদে মন প্রতিক্ষণ নাহি সুখ তবে।
অবরুদ্ধ নাহি শুধু জীবন যাপন
ধরা বুকে মহা সুখে নাহি যে আপন।

রচনাকালঃ
২৯/০৭/২০২১

৮+৬ অক্ষরবৃত্ত ছন্দ
--------------------------------------
বৃষ্টির শব্দ গান
জাহাঙ্গীর আলম অপূর্ব

রিমঝিম রিমঝিম শব্দ মনে
গান গেয়ে যায় প্রতিক্ষণে
সাজে তরু লতা,
মেঘের সাজে নীল আকাশে
জোয়ার আসে ওই বাতাসে
বলি নানা কথা।

গুড়গুড় গুড় ওই মেঘের ডাকে
থেকে থেকে ব্যাঙে হাঁকে
জলের কলতানে,
গাছের ডালে পাখির বাসা
মনের ভিতর বহু আশা
উদাস করে গানে।

পরিস্কার সব গাছের পাতা
নব সাজে তরুলতা
বেশি লাগে ভালো,
মেঘ আড়ালে সূর্য হাসে
মেঘের সাথে আলো ভাসে
দূর করে সব কালো।

মেঘের ভেলা চড়ে খেলা
গগনে সব নীলের মেলা
মনে হয় ওই ছবি,
বর্ষাকালে নদের জলে
ছন্দ তোলে ওই কলকলে
কাব্য লেখেন কবি।

রচনাকালঃ
৩০/০৭/২০২১

৪+৪/৪+৪/৪+২