কয়েকটি অনুভব

সুরাইয়া পারভীন ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৪৪:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

অজস্র ধোঁয়াশায় ঢাকা পড়েছে মন
প্রতিক্ষণ হতাশারা করছে বিচরণ
জীবন যেনো হয়েছে কেমন কেমন
তুমিহীন প্রতি মূহুর্ত হয় যে মরণ
তুমি প্রেম আমার তুমিই সর্বনাশ
তোমার অনলেই পুড়ি আমি বারোমাস

কতোটা অভিমান জমলে মনে
কংক্রিটের ন্যায় একটা শক্তপোক্ত-
দেয়াল তোলা যায়?
কতোটা অভিমান জমলে মনে
মায়া নামক বিষাক্ত বিষটাকে-
স্বমূলে উপড়ে ফেলা যায়?
কতোটা অভিমান জমলে মনে
ভালোবাসাকে প্রচন্ড ভাবে ভুলে থাকা যায়
কতোটা!! কতোটা!!

মধ্যরাতে ফোটা নাইট কুইন নও তুমি
নও কোনো শিশির সিক্ত শিউলি
তবু কেনো তোমাতেই আকৃষ্ট আমি,
আকৃষ্ট হই প্রতিদিন প্রতিক্ষণ
হৃদয় মাঝে লুকিয়ে থাকা গুপ্ত প্রেম তুমি
তাই তো তোমাকেই ভালোবাসি সারাদিন


যায় না দিন আসে না রাত
যেনো থেমে গেছে সময়
মনে রাখা ভুলে থাকা
যেনো আজ শুধুই সংশয়

নাইবা পেলুম ভালোবেসে তারে

রেখে দিলুম হৃদয়ের গভীরে স্বযত্নে
একটু খানি ইচ্ছে করলুম পোষণ
মরণের কালে এসো প্রিয়
অপেক্ষায় রইলুম সেই মাহেন্দ্রক্ষণের

প্রজাপতির ডানায় ভর করে
উড়বো একদিন নীল আকাশে
উড়তে উড়তে ক্লান্ত আমি
পৌঁছে যাবো তার  হৃদ মন্দিরে
একটুখানি জায়গা নেবো করে নিজের নাম
ভালোবাসার ঘর বানাবো তার হৃদয় জমিনে

টুকরো টুকরো স্মৃতি গুলো
নিজেরই অজান্তে দিগন্ত ছুঁয়ে গেছে
ছুঁয়ে গেছে হৃদয়ের শেষ সীমানা
এই দিগন্ত বিস্তৃত স্মৃতি গুলোই
রক্তাক্ত ক্ষতবিক্ষত করে আমার আমিকে

বাম অলিন্দের ব্যথাটা হঠাৎ কোথায় মিলিয়ে গেছে

চিন চিন ব্যথার যে তীব্র যন্ত্রণা সেটা আর অনুভূত হয় না এখন
সময়ের সাথে সাথে সব ব্যথার  উপশম হয়ে যায়
হয়ে যায় শেষ কষ্টের রেশ,স্মৃতিরা হয়ে যায় ফিকে
ভুলে যাই অধরা তুমিকে ধরতে চাওয়ার আকুলতা
অতঃপর তুমিই থেকে যাও আমার কবিতার প্রতিটি শব্দে

প্রেম আজ মরীচিকা আলেয়ার আলো
দেখা দিয়ে আবার তা মিলিয়ে গেলো
জীবন এখন রঙহীন, প্রতি পরতে পরতে রঙ ঝরে যায়

কি জানি,কি লিখি হায় জীবন খাতার শূন্য পাতায়?

১০

আমার পৃথিবী আমিই
আমাকে ঘিরেই কাটে
আমার সারাবেলা
কান্না-হাসির ক্ষণ শেষে
আমার আমিতেই ফিরে আসা
তবুও কোথাও থেকে যায়
মায়া নামক বিষাক্ত যন্ত্রণা
থেকে যায় হারিয়ে তারে
ফিরে পাবার আকুলতা

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ