মানুষ হয়ে যদি মানুষকে ভাল নাই বাসতে পারো,
তবে তুমি চিরদিন অমানুষ হয়েই থাক।
অনুভব করার ক্ষমতা যদি তুমি নাই কাজে লাগাতে পারো,
তবে তুমি নির্জিব হয়েই থাকো।
ভাল মন্দের পার্থক্য যদি তুমি নাই করতে পারো,
তবে তুমি ব্যাহায়া হয়েই থাকো।
অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি সংগ্রাম নাই করতে পারো,
তবে তুমি কাপুরুষ হয়েই থাকো।
নফসের তাড়নায় যদি নিজেকে সংযত নাই রাখ,
তবে তুমি ধংসস্তুপ হয়েই থাকো।
তৃতীয় নয়ন দিয়ে যদি পৃথিবীকে দেখতে নাই পার,
তবে তুমি পরশী হয়েই থাকো।
জাগ্রত চেতনায় যদি অক্ষমতাকে বোঝার ক্ষমতা নাই থাকে,
তবে তুমি ঘুমিয়েই থাকো।
সুস্থ্য বিবেক দিয়ে যদি তুমি নিজেকে চালিত নাই করতে পার,
তবে তুমি চুপ করেই থাকো।
আস্তিকের পথকে যদি তুমি ঠিকঠাক চিনতে নাই পার,
নাস্তিকের বেশে কাফির বা মুশরিক হয়েই থাকো।
আমার মুখের ও মনের ভাষা যদি তুমি নাই বুঝতে পার,
তবে তুমি ভাষার স্কুলে ভর্তি হয়েই থাকো।
কবি!
হৃদয়কে দিয়ে অনুভব কর যা বলি,
সমস্ত ইন্দ্রিয় শক্তি দিয়ে বোঝার চেষ্টা করো।
তুমি তোমার মানসিকতার ভূমিতে-
নানা রকম অঙ্কুরিত সত্যকে চাষাবাদ করতেই পারো।
তারাবতী
৩/১০
আস্সালামু আলাইকুম । সোনেলা ব্লগে প্রথম পোষ্ট। সবাইকে জানাচ্ছি শুভকামনা। শুভ ব্লগিং।
Thumbnails managed by ThumbPress
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
নিয়মিত লেখুন এখানে, ভালো লাগবে আশাকরি।
মানবিক গুনাবলীকে আমরা উপেক্ষা করি বা পাল্টে ফেলি।
সত্য, সুন্দরের চর্চার মধ্যেই থাকতে হবে আমাদের।
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা, শুভ ব্লগিং।
তারাবতী
অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা গৃহীত হল। শুভ ব্লগিং।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।
কবিতা দু’টি অনেক সুন্দর।
আজকাল পড়শি হয়ে থাকতে পারাও কম আনন্দের না!
হৃদয় দিয়েই অনুভব করা উচিত, কিন্তু আমরা তা পারছি কৈ!
তারাবতী
আপনাকেও আনন্দময় মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ ব্লগিং।
মোঃ মজিবর রহমান
বাপ রে বাপ। এতো দেখি কঠিন কাজ রে ভাই। এতো যোগ্যতম হোয়া আমার পক্ষে অসম্ভব। এতো গুনাবলি থাকলে সুমানুস হয়ে যেতাম বেমানুস থেকে। শুভেচ্ছা কবি। এতো উপলদ্ধি আজ নেই। তাই সমাজে এই অরাজকতা।
আশা করি এই সোনেলা উঠান আপনার ভাল লাগবে। আর লেখুন। অভাগা পাঠক আমি পড়ার চেস্টা করে যাব।
তারাবতী
আপনাকে প্ররনাসূচক মন্তব্য করার জন ধন্যবাদ। আমিও আশা করি ব্লগে লিখতে বেশ ভাল লাগবে। শুভ ব্লগিং।
মোঃ মজিবর রহমান
হ্যা, ভাল লাগবে আশা রাখি। সবার মংল কামনা রইল।
তারাবতী
আপনাকে দেয়া মন্তব্যটতে জন্য শব্দটি ভুল হয়েছে। দুঃখিত।
তারাবতী
আমি জানিনা কেন ভুল বানান হচ্ছে।
সাবিনা ইয়াসমিন
ওয়ালাইকুম আসসালাম।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সুস্বাগতম। আমরা আনন্দিত আপনাকে এখানে পেয়ে। লিখুন আপনার খেয়াল খুশিমতো। আমরা আপনার পাশেই আছি।
মানুষের মাঝে মানবীয় গুণাবলী যতক্ষণ অনুপস্থিত থাকবে ততোক্ষণ পর্যন্ত সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবেনা।
কবি নিজের উপলব্ধ ভাবনা অনুভূতি ছড়িয়ে দিবে নিজের শব্দ-অক্ষরের যাদুতে। তাহলেই তার কবিতা সার্থক হবে, তার কবিতা প্রাণবন্ত হয়ে উঠবে।
ভালো লেগেছে জোড়া কবিতা। নিয়মিত লিখুন।
শুভ কামনা অবিরত। 🌹🌹
তারাবতী
প্রথমেই সালামের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।
উৎসাহিত করে এত সুন্দর মন্তব্যের জন্য সহস্র ধন্যবাদ। শুভকামনা গৃহীত হল। শুভ ব্লগিং।
তৌহিদ
সোনেলায় স্বাগতম, প্রথম লেখাতেই বাজিমাত করে দিলেন দেখছি!! বাহ! বাহ!
লিখুন আপনার মনের কথাগুলো সব। আমরা পড়বো। সোনেলা আপনাকে পেয়ে আনন্দিত।
শুভকামনা রইলো।
তারাবতী
আমিও আপনাদেরকে পেয়ে ভীষন খুশি। অসংখ্য ধন্যবাদের সাথে শুভ কামনা গৃহীত হল।
শুভ ব্লগিং ।
ইঞ্জা
সু-স্বাগতম আপু, এসেই দেখছি ছক্কা মারলেন আপু, লেখা দুটি মুগ্ধ করলো আমাকে, আরও বেশি বেশি লিখুন, থাকুন, খেলুন সোনেলার উঠোনে আর আমাদের আপনার লিখুণীর ভক্ত হতে দিন, ধন্যবাদ। 😊
তারাবতী
সুন্দর প্রেরনামূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভ ব্লগিং।
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
হৃদয়ের কথা
আমাদের মাঝে আপনি এসেছেন, স্বাগতম সোনেলায়। খুব ভালো লেগেছে আপনার প্রথম কবিতা। শুভেচ্ছা আপনাকে।
তারাবতী
অনেক ধন্যবাদের সাথে স্বাগতম গৃহীত হল।
শুভ ব্লগিং
চাটিগাঁ থেকে বাহার
সোনেলায় স্বাগতম!
অনেক সুন্দর জাগরনিমূলক কবিতা ভালো লেগেছে।
২/৩ দিন আগে আমি মনে হয় একটি কবিতা পোস্ট করেছিলাম। ব্লগার মানে জাগ্রত বিবেক, এরকম শিরোণামে।
আপনার জন্য শুভ কামনা।
তারাবতী
অনেক ধন্যবাদ আপনাকে। কবিতাটি পড়ে নেব।
শুভ ব্লগিং
আরজু মুক্তা
জোড়া কবিতা, জোড়া ধন্যবাদ থাকলো।
তারাবতী
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ ব্লগিং
মনির হোসেন মমি
সোনেলা পরিবারে স্বাগতম।
প্রথম পোষ্ট কবিতা তাও শিরোনাম “কবি।
যিনি যে ভাবে থাকতে পছন্দ করেন সে সেই ভাবেই থকুক। চমৎকার যুক্তি।
তারাবতী
অনেক ধন্যবাদের সাথে স্বাগতম গৃহীত হল।
সুন্দর মন্তব্য।
শুভ ব্লগিং
আকবর হোসেন রবিন
দারুণ
তারাবতী
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ ব্লগিং
সাখিয়ারা আক্তার তন্নী
তুমি তোমার মানসিকতার ভূমিতে-
নানা রকম অঙ্কুরিত সত্যকে চাষাবাদ করতেই পারো।
অনুপ্রাণিত হলাম,আপু
আপনার জন্য ভালোবাসা রইলো।
তারাবতী
অনেক ধন্যবাদ আপু।
শুভ ব্লগিং