কবি

ইসিয়াক ৩০ মে ২০২০, শনিবার, ০৩:৫১:০৪অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
চঞ্চলা মেয়েটির নাম ছিলো ছবি।
যাকে দেখে আমি হয়েছিলাম কবি।
ছবি শুধু ছবি নয় যেন কথা কয়।
চোখে লাগে মনে থাকে জীবন্ত বিষ্ময়।
একদিন এলো চুলে জানালায় এলো।
দেখে তারে এই বুকে ঝড় উঠলো।
কপোলে লাল টিপ ছিলো কানে দুল,
দুর হতে দেখে তারে আমি যে ব্যকুল।
এরপর হঠাৎ যখন সে সামনে এলো,
তাকে নিয়ে হাজার কথা মনে জাগলো।
জানতে চাইলে নাম তার বললো,ছবি।
আমিও জানালাম, আমি এক কবি ।
পাত্তা না দিয়ে বলল সে ,ও তাই নাকি?
কি কবিতা লেখা হয় দেখাও দেখি?
খাতাখানি মেলে দিতে পড়লো কিছু।
বললো, এসব লিখে হবে কি কিছু?
তার চেয়ে এসো করি দুজন মিলে ভাব,
এ পৃথিবীতে বড় বেশি সুখের অভাব।
আমিও হাতখানি দিলাম বাড়িয়ে,
অজানা আহ্বানে গেলাম হারিয়ে।
তারপরে হঠাৎ কে যেন ঝাঁকি দেয়,
চোখ মেলে চেয়ে দেখি অবাক বিষ্ময়।
মা বলে ,বেলা হলো কত আর ঘুমাবি?
বাস্তবতার ভীড়ে তখন হারালো ছবি।
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ